অদ্ভুতুড়ে 12:13 PM
জন আব্রাহাম শুটিং করতে গিয়ে ক্যামেরাবন্দি


বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম এবারে শ্রুতি হাসানের বিপরীতে অভিনয় করছেন। সিসিলিসে এরই মধ্যে ‘রকি হ্যান্ডসাম’ সিনেমার শুটিং করতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান।

‘রকি হ্যান্ডসাম’ এর শুটিং করতে কয়েকদিন আগেই জন ও শ্রুতি সিসিলিসের উদ্দেশে রওনা হন। ২০১০ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ‘দ্যা ম্যান ফ্রম নোহোয়্যার’ অবলম্বনে ‘রকি হ্যান্ডসাম’ নির্মাণ করছেন নিশিকান্ত কামাথ। শুটিংয়ে তোলা ছবি সম্প্রতি টুইটারে প্রকাশ করেন শ্রুতি হাসান।
জন ও শ্রুতির সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই ভক্তরা বেশ আগ্রহী হয়ে উঠেছেন। এবার দেখাই যাক বহুল আলোচিত ‘রকি হ্যান্ডসাম’ কোথায় গিয়ে দাঁড়ায়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.