অদ্ভুতুড়ে 2:28 PM
সালমানের খামারবাড়িতে সোনাক্ষির জন্মদিনের ছবি ইন্টারনেটে ঝড় তুলল


বলিউড অভিনেতা সালমান খানের উদার মানসিকতার কথা সকলেই জানেন। গত ২ জুন সোনাক্ষি সিনহার জন্মদিনকে আরো স্মরণীয় করে রাখতে সালমান তার ফার্মহাউসে সোনাক্ষির জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেন। আর তারই ছবি ইন্টারনেটে আলোড়ন তোলে।

সালমান খান তার সহশিল্পী সোনাক্ষি সিনহাকে চমকে দেয়ার জন্য পানভেলে এক পার্টির আয়োজন করেছিলেন। শুধু জন্মদিনের জন্যই নয়, সালমান তার ফার্মহাউস শুটিংয়ের জন্য ছেড়ে দিয়েছিলেন নির্মাতা কবীর খানের কাছেও। ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমায় তা দেখা যাবে।
এদিকে সোনাক্ষি সিনহা সালমানের সারপ্রাইজ পার্টিতে একরকম অভিভূতই হয়ে যান। এই অভিনেত্রী এখন মালয়েশিয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.