অদ্ভুতুড়ে 2:17 PM
সোনাক্ষি মঞ্চ মাতালেন গান দিয়ে

‘দাবাং’ খ্যাত বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা গত ৫ জুন আইফা অ্যাওয়ার্ডে সকলের সামনে তার গানের প্রতিভা তুলে ধরলেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টটিতে দর্শকসারিতে বসা সকলকে নিজের গান দিয়ে এবারে মুগ্ধ করলেন সোনাক্ষি সিনহা।

অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল এ বছর আইফা অ্যাওয়ার্ডে গান গাইবেন সোনাক্ষি সিনহা। মিকা সিংয়ের সঙ্গে টানা অনেকদিন অনুশীলনের পর আইফার মত মঞ্চে গান গাইতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। মিকা সিংও পরে মঞ্চে সোনাক্ষির সঙ্গে যোগ দিয়েছিলেন। এবং পরে মিকা সিং সোনাক্ষির গানের প্রশংসায় রীতিমত পঞ্চমুখ হয়ে গিয়েছেন।
গত ২ জুন ২৮ বছরে পা দেয়া অভিনেত্রী সোনাক্ষি সিনহা নিঃসন্দেহে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি গানেও যে তিনি সমান পারদর্শী তারই প্রমাণ

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.