অদ্ভুতুড়ে 3:37 AM
মামলার মধ্যে সানি লিওন



বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত-সমালোচিত নায়িকা তিনি। একের পর এক ছবিতে অভিনয় করে ক্রমেই পোক্ত করছেন নিজের অবস্থান। ঠিক তখনই তার বিরুদ্ধে এবার পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগে মামলা করে হল।
 
মামলাকারীর অভিযোগ, সানি লিওন একটি পর্নোগ্রাফির ওয়েবসাইট চালান। আর এই ওয়েবসাইটটি দেখার ক্ষেত্রে বয়সের কোনও বাধ্যবাধকতাও রাখা হয়নি। যে কেউ চাইলেই বিনা বাধায় প্রবেশ করতে পারেন এই ওয়েব সাইটে।
 
অভিযোগককারী বক্তব্য, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাবেক পর্ন স্টারের এই কাজ নারীদের অশালীনভাবে উপস্থাপন আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারার লঙ্ঘন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.