অদ্ভুতুড়ে 3:46 AM
‘অগ্নি টু’ নিয়ে মাহীর টেক্কা



ব্যাংকক থেকে ফেরার পরপরই আবারও ভারতে ছুট দিয়েছিলেন মাহী। তাই নিজের ছবি ‘ওয়ার্নিং’ রিলিজের পরও একেবারেই ক্যাম্পেইনে থাকতে পারেননি। তবে জাজ মিডিয়ার নতুন ছবি ‘অগ্নি টু’-এর রিলিজ নিয়ে ব্যস্ত এখন তিনি। এরই ভেতরে ছবির ডাবিং-এর কাজ করেছেন তিনি। প্রায় দু’সপ্তাহ ভারত সফর শেষ করে দেশে ফিরলেন মাহী।
 



এবারের ঈদে আসছে ‘অগ্নি টু’। এই ছবি নিয়ে মাহী বলেন, ‘এটা আমার বাহির দানের টেক্কার মতো। এ কারণেই ছবিটি নিয়ে আমি খুবই উত্সাহী। এরই ভেতরে ছবির প্রায় সব কাজ শেষ করেছি। এছাড়া প্রযোজক আজিজ ভাই এই ছবিটি নিয়ে নতুন কৌশলে প্রচারণার পরিকল্পনা করছেন। সব মিলিয়ে দারুণ কিছুই উপহার দিতে পারবো এবারের ঈদে।’
 
উল্লেখ্য, এরই ভেতরে অগ্নি টু-এর ফার্স্ট লুক হিসেবে এর পোস্টার রিলিজ হয়েছে। ছবিটি প্রসঙ্গে প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘আমার কাছে মনে হয় অগ্নি টু এ যাবত্কালের ইতিহাসে সবচেয়ে আধুনিক ছবি। ছবিটির প্রতিটি ফ্রেম বিশ্বমানের। এই ছবিটি আমরা দেশের বাইরে অনেকগুলো দেশে রিলিজের পরিকল্পনা করেছি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.