অদ্ভুতুড়ে 2:27 PM
 উদ্ধার হল আরও ১৬০০ অভিবাসী
 উদ্ধার হল আরও ১৬০০ অভিবাসী

মালয়েশীয় ও ইন্দোনেশীয় উপকূলে গত ২ দিনে বাংলাদেশ ও মিয়ানমারের ১৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশ দু’টির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। এর মধ্যে রোববার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে চারটি নৌকা থেকে উদ্ধার করা হয় ৬০০ জনকে। একই সময়ে উত্তরাঞ্চলীয় পর্যটন দ্বীপ ল্যাংকাভিতে তিনটি নৌকা থেকে উদ্ধার করা হয় এক হাজার ১৮ জনকে।


ল্যাংকাভি দ্বীপের পুলিশের উপপ্রধান জামিল আহমেদ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ৮৬৫ জন পুরুষ, ৫২ শিশু ও ১০১ জন নারীর একটি দলকে উদ্ধার করা হয়েছে। দ্বীপের বালুচরে একটি বড় কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। নৌকাটির ধারণ ক্ষমতা ৩৫০ জনের হলেও এতো লোককে এক সঙ্গে আনা হয়েছিল।


জামিল আহমেদ বলেন, বাংলাদেশি একজন নাগরিক পুলিশকে জানিয়েছে- নৌকাটি বালু চরে আটকে গেলে পাচারকারীরা তাদের জানায় তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। এসময় অন্য নৌযানগুলো পালিয়ে যায়।
বাংলাদেশের ওই অভিবাসীর ভাষ্য, তাদের তিন দিন ধরে কিছু খেতে দেয়া হয়নি। না খেয়ে অনেকেই দুর্বল ও শুকিয়ে গেছেন।
পুলিশ কর্মকর্তা জামিল আহমেদ আরো জানান, আরো অভিবাসী নৌপথে মালয়েশীয় ও ইন্দোনেশীয় উপকূলে আসছে বলে তারা ধারণা করছেন।
এদিকে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের কর্মকর্তা স্টিভ হ্যামিলটন জানিয়েছেন, রোববার দিনের শুরুতে চারটি নৌকা ইন্দোনেশীয় উপকূলে পৌঁছলে অনেকে অভিবাসী পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে আচেহ প্রদেশের লুকসুকন স্টেডিয়ামে নেয়া হয়।
আচেহ প্রদেশের পুলিশ কর্মকর্তা লে. কর্নেল আচমাদি সাংবাদিকদের বলেছেন, উদ্ধার করা এসব অভিবাসীকে পরিচর্যা ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, ২ মাসের বেশি সাগরে থাকায় তারা রোগা ও দুর্বল হয়ে পড়েছেন। বেশ কয়েক জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
৪৩ বয়সী রশীদ আহমেদ নামে এক রোহিঙ্গা এপিকে বলেন, ‘ আমাদের কিছুই খেতে দেয়া হয়নি। তিন মাস আগে বড় ছেলেকে নিয়ে আমি মিয়ানমার ত্যাগ করি।’
আরাকান প্রকল্পের পরিচালক ক্রিস লেওয়া বলেন, মালাক্কা প্রণালী ও তার আশপাশের আন্তর্জাতিক জল সীমায় এ পর্যন্ত ছোট-বড় জাহাজ থেকে ৭ থেকে ৮ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারেকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় এসব অভিবাসীকে উপকূলে নেয়া সম্ভব হয়নি।
থাইল্যান্ডে মানবপাচারকারীদের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। গত ১ মে দেশটির পুলিশ পাবর্ত্য এলাকার গণকবর থেকে বেশ কয়েকজনের লাশ উদ্ধার করে।
শুক্রবার জাতিসংঘ শরণার্থী সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ২৫ হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি সাগর পথে পাচার করা হয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.