Home
Unlabelled
রানবির-ক্যাট বিয়ে করছেন আগামী বছর
 |
| রানবির-ক্যাট বিয়ে করছেন আগামী বছর |
ভারতের তারকা জুটি রানবির কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবার রানবির নিজেই জানালেন, পরের বছর অর্থাৎ ২০১৬ সালেই প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান তিনি।
 |
| রানবির-ক্যাট বিয়ে করছেন আগামী বছর |
সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে রানবির বলেন, “এ বছর আমার প্রচুর কাজের চাপ। ক্যাটরিনারও তাই। এবছর তো নে হয় সময় বের করতে পারবো না। পরের বছরের শেষের দিকে বিয়ে করবো ভাবছি। এখনও অবধি সেটাই আমার আর ওর (ক্যাটরিনা কাইফ) প্ল্যান।”
সম্পর্ক নিয়ে অনেক দিনের লুকোচুরির পর বিয়ে নিয়েও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন এই তারকা জুটি। হঠাৎ করেই এ ব্যাপারে খোলামেলা আলাপ করার কারণ জানতে চাইলে ‘বারফি’ খ্যাত এই অভিনেতা বলেন, “আজকে সম্পর্কটা নিয়ে আমরা দুজনেই খুব নিশ্চিত। এখন কথা না বললে সম্পর্কটাকে সম্মান দেখানো হবে না, তাই না? আমি আজকে ৩৩। আমি চাই আমার পরিবার হোক। ক্যাটরিনাও তাই চায়। লুকোনোর কোনো মানেই হয় না।”
শিগগিরই মুক্তি পাবে রানবির অভিনীত নতুন সিনেমা ‘বোম্বে ভেলভেট’। ষাটের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যাপ। সিনেমাটির চিত্রনাট্য পড়ে আগ্রহী হয়ে নিজে থেকেই এ ব্যাপারে অনুরাগের সঙ্গে যোগাযোগ করেন রানবির।
“আমি এর আগে অনুরাগের কোনো ছবি দেখিনি। একটাও না। কিন্তু এই স্ক্রিপ্টটা পড়তে পড়তে আমার এত ভালো লাগে যে, অনুরাগকে বলি আমি এই ছবিটা করতে চাই। পুরো ছবির পিরিয়ড হলো ১৯৪৮-১৯৬৯। এরকম একটা পিরিয়ড ছবি করার ইচ্ছা আমার অনেকদিন ধরেই। সেই পঞ্চাশ-ষাটের দশকের ছবি দেখতাম দাদুর (রাজ কাপুর)। সেই থেকে এই পিরিয়ডটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন। ছবিতে একটা সরু গোঁফও রেখেছি। কিশোর কুমারের সেই লুকটার কপি করে।”
Post a Comment