মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান ধ্বংস হয়ে গেছে। এটি বুধের বুকে আছড়ে বলে জানা গেছে।
জানা গেছে, টানা ১১ বছরের সফল মিশনের পর জ্বালানী সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বুধের পৃষ্ঠে ভেঙে পড়ে ওই মহাকাশযানটি। এই মহাকশযানটি প্রথম বুধের কক্ষে সফলভাবে প্রবেশ করেছিল। টুইটারের মাধ্যমে নিজের অন্তিম ফেয়ারওয়েলের কথা জানায় নাসার ওই মহাকাশযান।
উল্লেখ্য, ২০০৪ সালে তিন মিটার লম্বা এই মহাকাশযানটি বুধের কক্ষের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এই যানটি জানিয়েছিল, ছোট্ট গ্রহ বুধের বুকে বরফের মতো জমাট বেঁধে রয়েছে পানি। বহু উদ্বায়ী উপকরণও রয়েছে।
জানা গেছে, টানা ১১ বছরের সফল মিশনের পর জ্বালানী সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বুধের পৃষ্ঠে ভেঙে পড়ে ওই মহাকাশযানটি। এই মহাকশযানটি প্রথম বুধের কক্ষে সফলভাবে প্রবেশ করেছিল। টুইটারের মাধ্যমে নিজের অন্তিম ফেয়ারওয়েলের কথা জানায় নাসার ওই মহাকাশযান।
উল্লেখ্য, ২০০৪ সালে তিন মিটার লম্বা এই মহাকাশযানটি বুধের কক্ষের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এই যানটি জানিয়েছিল, ছোট্ট গ্রহ বুধের বুকে বরফের মতো জমাট বেঁধে রয়েছে পানি। বহু উদ্বায়ী উপকরণও রয়েছে।
- See more at: http://www.poriborton.com/post/28696/%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8#sthash.NiKfr0Zv.dpuf


Post a Comment