অদ্ভুতুড়ে 3:00 AM

দেড় দশক আগে আফজাল হোসেনের হাত ধরে শোবিজ অভিষেক হয়েছিল বিজ্ঞাপনে মডেল হিসেবে। তার পর অভিনয়, নৃত্যসহ শোবিজের বেশ কিছু অঙ্গনে কাজের অভিজ্ঞতা হলেও সুজানা জাফরকে দর্শক মূলত মডেল হিসেবেই চেনেন। নিয়মিত বিরতি দিয়ে ১৫ বছর ধরে একের পর এক বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ এপ্রিল মাসের শুরুর দিকে নতুন তিনটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন।

সুজানা : শরীর ফিট রাখার জন্য ব্যায়াম করছে 

সুজানা : শরীর ফিট রাখার জন্য ব্যায়াম করছে 

 নাফিজের পরিচালনা আরএফএল ও অংকুরে সজীব গ্রুপের দু’টি বিজ্ঞাপন রয়েছে এই তালিকায়। তবে এখন তিনি মনোযোগ দিতে চান চলচ্চিত্রে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এই মডেল তারকা।

sujanaসুজানা বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার ব্যাপারটি নিয়ে আগে ভাবিনি। তবে বরাবরই এটি নিয়ে জানার আগ্রহ প্রবল ছিল। অন্য যেকোনো ট্র্যাক থেকে এই জায়গাটায় অনেক বেশি পরিশ্রম ও দক্ষতার দরকার সেটা বুঝতাম। অন্য কাজে ব্যস্ততা বেশি থাকায় এখানে সময় দেয়া সম্ভব হবে না ভেবে নিজেকে দূরে রেখেছি।’
তিনি বলেন, ‘আমি না চাইলেও চিত্র পরিচালকেরা প্রায়ই বড় পর্দায় কাজ করার প্রস্তাব দিতেন। সম্প্রতি আমার হাতে কিছু ভালো চিত্রনাট্য এসেছে। ভাবছি, এর একটি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করব। সে জন্য অবশ্য প্রস্তুতিও নেয়া শুরু করেছি। নাট্যাঙ্গনের কাজের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে দক্ষ করে তুলছি।’
চলচ্চিত্রের প্রস্তুতি প্রসঙ্গে সুজানা জানান, ‘নিয়মিত হোমওয়ার্ক করছি। এ ছাড়া দেশ-বিদেশের জনপ্রিয় সব ছবি দেখছি। পাশাপাশি শরীর ফিট রাখার জন্য ব্যায়াম করছি। আশা করছি, মাসখানেকের মধ্যে চলচ্চিত্রের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবো।’ ব্যস্ততা রয়েছে তার অভিনয়েও।
একাধিক ধারাবাহিক নাটক এখন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। যার মধ্যে রয়েছে, মাছরাঙা টিভির অপূর্বা, বাংলাভিশনের ঘোমটা। এ ছাড়া কয়েক দিন আগে ব্যাংকক থেকে নির্মাতা রহমাতুল্লা তুহিন ও রাসেলের গন্তব্য নিরুদ্দেশ শিরোনামের একটি নাটকের শুটিং করে দেশে ফিরেছেন। এটি চ্যানেল নাইনে প্রচার হবে। অংশুর পরিচালনায় ধারাবাহিক নাটক গেইম প্রচার শুরু হবে জিটিভিতে। ঈদকে সামনে রেখে কাজ করেছে তিনটি টেলিছবিতে। স্বাধীনের পরিচালনায় ডেসটিনেশন সকাল আহমেদের ছায়া সঙ্গী এবং সাজ্জাদ সুমনের শিরোনাম চূড়ান্ত না হওয়া একটি টেলিছবি রয়েছে এই তালিকায়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.