অদ্ভুতুড়ে 2:41 AM

এখন থেকে Youtube- এর ভিডিও চলবে এইচটিএমএল ৫ দিয়ে তৈরী ভিডিও প্লেয়ার দিয়ে।

 
youtube is using html5
youtube is using html5


সম্প্রতি ইউটিউব  জানিয়েছে যে , তাদের ওয়েবসাইটটিতে থাকা ভিডিও প্লেয়ারে এখন থেকে ভিডিও চালাতে আর ফ্ল্যাশ ব্যবহার করা হবে না। এর পরিবর্তে ব্যবহার করা হবে এইচটিএমএল ৫ কে ব্যবহার করে তৈরি করা ভিডিও প্লেয়ার যা দিয়ে অনায়াসে চলবে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং সাইটটির যাবতীয় ভিডিও।

ইউটিউব মনে করছে  আগের থেকে ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সাধারন ব্যবহারকারীরা আরও বেশি উপকৃত হবেন । এরই পাশাপাশি ইউটিউব টিম এক বিবৃতিতে জানিয়েছে যে, বিভিন্ন কারিগরি কারণে আরও আগেই এই পরিকল্পনা করা হলেও পরিবর্তনটি আনতে কিছুটা দেরি করতে হয়েছে তাদের।আর এর মূল কারণ হিসেবে বলা হয়েছে যে, এইচটিএমএল ৫-এ অ্যাডাপ্টিভ বিট রেট (এবিআর) জন্য কোন সুবিধা না থাকা। মূলত বাফারিং কমিয়ে আনার জন্যই এই সুবিধাটি আনা হয়।

ফলে এই সুবিধা যুক্ত করার কারণে বিভিন্ন ডিভাইস এবং ব্রাউজারে  লাইভ ভিডিও স্ট্রিমিং করা সম্ভব হবে খুব সহজেই। ইউটিউব আরও জানিয়েছে, এইচটিএমএল ৫ ভিপি৯ যেহেতু কোডেক সমর্থন করে,  মূলত এই কারণেই ব্যবহারকারীর ব্যান্ডউইথ সাশ্রয়ের পাশাপাশি এবং ফাইলের সাইজও আগের থেকে কমে আসবে

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.