http/2 আসছে যার ফলে অনেক সুবিধা আসছে ব্রাউজে।

http will be replaced by http/2

অবশেষে শেষ হতে যাচ্ছে দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পালা। ওয়েব দুনিয়ায় এই http- এর আগমন ঘটে আজ থেকে ১৬ বছর আগে যার পূর্ণাংঘ অর্থ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল , এবার এর অবসান ঘটে তার পরবর্তী সংস্করণ এইচটিটিপি/ ২ আসতে যাচ্ছে। অর্থাৎ পুনর্নির্ধারিত হতে যাচ্ছে এইচটিটিপি প্রোটোকলের মান ।
আইইটিএফ এইচটিটিপি ওয়ার্কিং গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান এইচটিটিপি প্রোটোকলের মান নিয়ে কাজ করে। মার্ক নটিংহ্যাম এই প্রতিষ্ঠানটির দায়িত্বে আছেন । সম্প্রতি এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন যে, তাঁর কোম্পানি ইতিমধ্যেই এইচটিটিপির নতুন মান নির্দিষ্টকরণের বিষয়টি অনুমোদন পেয়ে গেছে এবং তা আরএফসি (রিকোয়েস্টস ফর কমেন্টস) সম্পাদকের কাছে পাঠানো হয়েছে চূড়ান্ত ভাবে প্রকাশ করার জন্য।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (www) যেভাবে তথ্য বিনিময় হয়, একইভাবে তথ্য বিণিময় করে এইচটিটিপি। অপর দিকে এর পরবর্তী সংস্করণ এইচটিটিপি/ ২ একই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ব্যবহার করলেও এর বিশেষ সুবিধার মাঝে রয়েছে ওয়েব পেজ দ্রুত লোড হওয়া। যার ফলে এর নির্মাতারা দাবি করছেন এই প্রোটোকলের কল্যাণে ইন্টারনেট খরচ কমবে এবং এটি নেটওয়ার্ক–বান্ধব হবে ।
নটিংহ্যাম আরও জানিয়েছেন, বর্তমান ওয়েবের সঙ্গে নতুন এই প্রোটোকলটি কাজ করবে। ব্যান্ডউইথ বাঁচানোই হচ্ছে এই প্রোটোকল তৈরির মূল উদ্দেশ্য। এর ফলে নেটওয়ার্ক ও সার্ভারে লোড কম পড়বে। গুগলের এসপিডিওয়াই প্রোটোকল ব্যবহার করে এইচটিটিপি/২ তৈরি করা হচ্ছে যাতে ওয়েব পেজ দ্রুত লোড হবে এবং দ্রুত ব্রাউজ করা যাবে। এইচটিটিপি/ ২ সমর্থন করবে গুগলের ক্রোম ব্রাউজারের পরবর্তী সংস্করণও । এ ছাড়াও ওয়েবের এনক্রিপশন নির্মাতাদের আরও নিরাপদ ওয়েব প্রযুক্তি তৈরির সুযোগ করে দেবে নতুন এই প্রোটোকল মানটি।
Post a Comment