অদ্ভুতুড়ে 5:12 AM

চশমার পড়ে এক অন্ধ মহিলা দেখতে পেলো তার নিজ সন্তানকে।

the first blind women who see her newborn baby
the first blind women who see her newborn baby

Kathy Beitz নামের এই মহিলাটি জন্মসূত্রেই অন্ধ হয়ে জন্মেছিলেন ছোট বেলা থেকেই তার মনে একটি ইচ্ছে ছিল যে যখন তিনি প্রথমবারের মত মা হবেন তিনি যেন তার সন্তানকে নিজ চোখে দেখতে পান।শুন্তে কিছুটা অভাগ লাগলেও সম্প্রতি তার স্বপ্নটি বাস্তবে রূপান্তরিত হয়। তার এই স্বপ্নটি সত্যে রূপান্তরের পেছনে সাহায্য করেছে এক প্রযুক্তি নির্ভর কোম্পানি। এই কোম্পানিটি এক যুগল অসাধারণ চশমা বানায় যার সাহায্যে Kathy Beitz তার নবজাতক শিশুকে দেখতে পান।

Kathy Beitz তারই মত তার বড় বোন Yvonne Felix-ও জন্মসূত্রে অন্ধ কিনতু মজার ব্যপার হচ্ছে Kathy Beitz-তার শিশুকে দেখার এই ভিডিওটি তারই বড় বোন ইন্টারনেটে একটি সাইটে আপলোড করেন এমনকি তিনিও এই চশমাটির সাহায্যেই এই কাজটি করতে পেরেছেন।

Kathy Beitz তার এই অকল্পনীয় স্বপ্নপূরণের কথাটি বলতে গিয়ে বলেছেন যে, " যখন আমি আমার সন্তানকে প্রথমবারের মত কোলে নিলাম এবং তাকে দেখলাম আমার এই অনুভূতিটি কোনভাবেই বলে বোঝাতে পারবোনা।"

Kathy Beitz আরো বলেন যে, "স্বামীর প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যায় যখন সে নিজ চোখে তার সন্তানকে দেখছিলো কারণ সন্তানকে দেখতে পারার পিছনে তার স্বামীর অবদান কোন অংশে যে কম নয়"

গ্লাসটি কিভাবে কাজ করে এই প্রসঙ্গে esight বলেছে, $15,000 ডলারের এই চশমটিতে প্রথমত একটি ক্যামেরা লাগানো আছে, ডিসপ্লে টেকনোলোজির সাথে আছে উন্নতমানের কম্পিউটিং সিস্টেম যার সাহায্যে এমন একপ্রকার real-time video দেখায় যার ফলে দৃষ্টি প্রতিবন্ধীদের চোখে একপ্রকার ছায়া প্রতীয়মান হয় মূলত আমাদের মত না দেখতে পেলেও তারা অন্তত তাদের প্রিয়জনকে চিনতে সক্ষম হয়। 

esight Company তাদের এই অসাধারণ গ্লাস এখনও বাজারে ছাড়েনি তবে তাদের এক মূখপাত্র বলেছেন খুব শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে।

আশা করি পোষ্টটি পড়ে ভালো লেগেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.