অদ্ভুতুড়ে 3:55 AM

সেমসাং গ্যালাক্সি এস৬ নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। আর তাই বিভিন্ন সংবাদমাধ্যম গুলো স্মার্টফোনটির একের পর এক ফিচার ফাঁস করে চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, স্মার্টফোনটিতে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি

আগামী মাসে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৬ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে বলে জানা যায়। এর আগ পর্যন্ত তাই চলতে থাকবে স্মার্টফোনটির বিভিন্ন ফিচার ফাঁসের খেলা।

তারবিহীন চার্জিং প্রযুক্তি থাকলে সেটি হতে পারে 'ম্যাগনেটিক ইনডাকশন ওয়্যারলেস চার্জিং' প্রযুক্তি নির্ভর। এই প্রযুক্তিতে স্মার্টফোনে মেটাল বডি ব্যবহার করা যায় না। তাই ধারণা করা হচ্ছে, এতে মেটাল বডির পরিবর্তে ব্যবহার করা হতে পারে প্লাস্টিক কিংবা অন্য কোন পদার্থের তৈরি কেসিং।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.