কেমন ছিল Cricket World Cup-এ এখন পর্যন্ত হয়ে যাওয়া পাকিস্তান বনাম ভারতের মধ্যকার খেলার সমীকরণটি।
![]() |
| Pak Vs India |
Cricket খেলার সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত যে কয়েকটি দেশের মধ্যকার খেলা সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে এদের মাঝে অন্যতম হচ্ছে আস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম ভারত। আর যেহেতু আগামী ১৫ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ আসরের অন্যতম প্রতীক্ষিত খেলাটি অর্থাৎ পাকিস্তান বনাম ভারতের মধ্যকার খেলা, আর তাই আজকের এই আর্টিকেলটি এ দুই দলের মধ্যকার আসরগুলোতে হয়ে যাওয়া খেলার সমীকরণটি কেমন ছিল তা নিয়েই। আসুন খুব সংক্ষেপে তা জেনে নেই।
Cricket World Cup:-1992
March 04, Sydney Cricket Ground
India:- 216/7
Pakistan:- 173/10
India won by 43 runs
Man of the match:- S. Tendulkar
Cricket World Cup:- 1996
March 09, M. Chinnaswamy Stadium, Bangalore
India won the toss and elected to bat first
India:- 287/8
Pakistan:- 248/9
India won by 39 runs
Man of the match:- NS Sidhu
Cricket World Cup:- 1999
June 8, Old Trafford, Mancheste
India:- 227/6
Pakistan:- 180/10
India Won by 47 runs
Man of the match:- BK V Prasad
Cricket World Cup:-2003
March:-1, Super Sport Park, Centurion
Pakistan:- 273/7
India:- 276/4
India won by 6 wickets.
Man of the match:- SR Tendulkar.
Cricket World Cup:- 2011
March:-30, Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh
India:- 260/9
Pakistan:-231/10
India won by 29 runs.
Man of the match:- SR Tendulkar.
উপরের সমীকরণটি দেখে এটিই জানা যাচ্ছে যে এখন পর্যন্ত সবচেয়ে বড় এই আসরে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে ৫বার আর এই ৫বারই ভালো ব্যবধানে জয় হাসিল করতে সক্ষত হয়েছে ভারত। আর তাই মানসিক দিক দিয়ে ভারত এগিয়ে থাকলেও চলমান Performance ভারতের খুব একটা ভালো যাচ্ছে না, অন্যদিকে ভারতকে ঠিক একইভাবে অনুসরণ করছে পাকিস্তান তবে Warm up match-এ বাংলাদেশ ও ইংল্যান্ড-এর সাথে জিতে ভারতের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও এখন দেখার বিষয় হলো ভারত কি পারবে তাদের জয়কে ধরে রাখতে না সমীকরণে পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান।

Post a Comment