অদ্ভুতুড়ে 10:50 PM

  ভালবাসার এই দিনে উপহার পেতে কে না চায়? সেই উপহার যদি হয় হিরে তবে খুশি হবেন না এমন কেউ আছেন কি পৃথিবীতে? সেই কথা মাথায় রেখেই এবার প্রেমের দিনে নতুন উপহার নিয়ে এল অ্যাপল। বিশেষ দিনের জন্য আইফোন সিক্স এখন হিরেখচিত।


ভারতের বাজারে এই ফোনের দাম সাড়ে ৯ লাখ রুপি থেকে শুরু। ফোনে হিরের সংখ্যা অনুযায়ী বাড়বে দাম। ২৪ ক্যারাট হলুদ সোনা, গোলাপি সোনা বা প্ল্যাটিনামের ওপর হিরে দিয়ে তৈরি এই ফোন। উপহার দেওয়ার জন্য ফোনের ব্যাক কেসে লেজার এনগ্রেভ করে লিখে নিতে পারেন নিজের প্রেমের বার্তাও।


অ্যাপেলর পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যেই হিরেখচিত ৫টি ফোনের অর্ডার পেয়েছেন তারা। যার মধ্যে ৩টি ২৪ ক্যারাট সোনার ও দুটি গোলাপি সোনার।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.