অদ্ভুতুড়ে 4:15 AM

HTC M9 এর স্পেসিফিকেশন নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক হচ্ছিল। অবশেষে Evan Blass এই স্মার্টফোন এর কিছু ফটো ও স্পেসিফিকেশন লিক করেছে। স্মার্টফোন টি তে থাকবে সিঙ্গেল ন্যনো সিম। ৫ ইঞ্চি স্ক্রীন এর রেসুলেশন হবে ১৯২০*১০৮০ যা প্রটেক্ট করার জন্য প্রথম বারের মত ব্যবহার করা হবে করনিং গরিলা গ্লাস ৪।


আন্ড্রইড ৫.০ ললিপপ এর সাথে স্মার্টফোনটি তে থাকবে ৩ জিবি র‍্যাম ও ১.৫ গিগাহার্জ প্রসেসর। ৩২ জিবি ইন্টারনাল এর সাথে ১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করার সুযোগ। স্মার্টফোনটি তে ২০.৭ মেগা পিক্সেল ক্যামেরা থাকবে, যার রেসুলাশন হবে ৫২৪৮*৩৯৩৬ পিক্সেল। এতে অটোফোকাস ছারাও থাকছে ডুয়াল-এল.ই.ডি ফ্ল্যাশ। এবং ফ্রন্টে ৪ মেগা পিক্সেল ক্যামেরা। স্মার্টফোন টিতে Li-Po 2840 mAh নন রিমুভেবল ব্যাটারি থাকছে।



ভিডিও রিভিউ




Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.