অদ্ভুতুড়ে 1:27 AM

ফেসবুক বিজ্ঞাপনের উদ্দেশ্যে বার্তা পাঠাতে ব্যবহারকারীদের মেসেজের বিষয়বস্তু স্ক্যানিং করে থাকে। আর ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের এই অভিযোগে মামলার সম্মুখীন হয়েছে ফেসবুক।


মঙ্গলবার অকল্যান্ড ক্যালিফোর্নিয়ার মার্কিন জেলা জজ ফিলিস হ্যামিলটন সামাজিক মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু রাষ্ট্রীয় আইনের দাবি বরখাস্ত করেন কিন্তু মামলা খারিজ করে ফেসবুক এর দায় অস্বীকার করেছে।
২০১৩ সালে দায়ের করা মামলায় অভিযোগ করা হয় ফেসবুক ওয়েবসাইটের লিঙ্কের জন্য ব্যবহারকারীদের পাঠানো ব্যক্তিগত বার্তা স্ক্যান করে। এবং 'লাইক' দেয়া পেজগুলোর মাধ্যমে তারা ব্যবহারকারীর কাছে বিজ্ঞাপন পাঠায়।
মার্কিন ব্যবহারকারীদের পক্ষ হয়ে মামলাটি দায়ের করে ম্যাথিউ ক্যাম্পবেল।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.