অদ্ভুতুড়ে 1:32 AM

শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে কাজী আজহার আলী ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং প্রতিযোগিতা (কিউএএআইপিসি)। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় ৮০টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে নেপালের কাঠমাণ্ডু ইউনিভার্সিটি ও ভারতের কলকাতা ইউনিভার্সিটি দলও রয়েছে।


প্রতিযোগিতার উদ্বোধন করবেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান। ২০১০ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে বাংলাদেশ ইউনিভার্সিটি। এবারই প্রথম বাইরের দুটি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় দল পাবে যথাক্রমে ৫০ ও ২৫ হাজার টাকা।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.