খতনায় উপকারী দিকগুলো জেনে নেই।
![]() |
খতনায় কি কি উপকার |
এইডস, ক্যান্সার এবং কয়েকটি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় খতনাকারি ব্যক্তির এমনটাই জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সরকারি গবেষণায় আর এটি সম্প্রতি প্রকাশিত হয় ব্রিটেনের প্রভাবশালী ডেইলি মেইল পত্রিকায়।
সেনিটিক ধর্ম যথা ইসলাম ও ইহুদী ধরমালম্বিদের মাঝে এটি প্রচলিত এমনকি খ্রিষ্টান ধর্মে এই প্রথা থাকা স্বত্বেও তাঁরা নানা অজুহাতে তা প্রত্যাখ্যান করে আর এর মূল কারণ হচ্ছে পাশ্চাত্যের অনেকে এটিকে ঝুঁকিপূর্ণ প্রথা হিসেবে সমালোচনা করা। কিন্তু সম্প্রতি এই গবেষণায় বলা হয়েছে খতনায় ঝুঁকির চেয়ে উপকারের পাল্লাটি অনেকাংশেই বেশী।
CDC(US Centres for Disease Control Provision) এই গবেষণা পরিচালনা করতে সাত বছর সময় নিয়েছে । এই গবেষণায় সুস্পষ্টভাবে খতনার উপকারী দিকগুলো তুলে ধরা হয়েছে। এতে দেখা গিয়ছে যে খতনার ফলে আফ্রিকায় এইডস ভাইরাসের বিস্তৃতি কমতে সহায়তা করছে।
পুরুষের এইডস এবং অন্যান্য যৌনবাহিত রোগ (৫০-৬০ ভাগ), পুরুষাঙ্গ ক্যান্সার (অন্তত ৩০ ভাগ) এমনকি প্রস্রাবজনিত ইনফেকশনের ঝুকিও কমাতে মূখ্য ভূমিকা পালন করে এই খতনা এর এমনটাই জানানো হয়েছে CDC-এর গবেষণায়। আফ্রিকান গবেষণায় জড়িত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়য়ের ড। অ্যারন তোবিয়ান বলেন যে, খতনায় ক্রমাগত বেশী বেশী হারে উপকারিতার প্রমান পাওয়া পুরুষদের মধ্যে ১০ বছর বয়সী পুরুষদের সংখ্যাই বেশী।
পুরুষের এইডস এবং অন্যান্য যৌনবাহিত রোগ (৫০-৬০ ভাগ), পুরুষাঙ্গ ক্যান্সার (অন্তত ৩০ ভাগ) এমনকি প্রস্রাবজনিত ইনফেকশনের ঝুকিও কমাতে মূখ্য ভূমিকা পালন করে এই খতনা এর এমনটাই জানানো হয়েছে CDC-এর গবেষণায়। আফ্রিকান গবেষণায় জড়িত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়য়ের ড। অ্যারন তোবিয়ান বলেন যে, খতনায় ক্রমাগত বেশী বেশী হারে উপকারিতার প্রমান পাওয়া পুরুষদের মধ্যে ১০ বছর বয়সী পুরুষদের সংখ্যাই বেশী।
এই সংস্থাটির এইচআইভি ও যৌনবাহিত অন্যান্য রোগ তদারকির দায়িত্বে নিয়োজিত ড. জোনাথন মারমিন বলেন যে, মাত্র ০.৫ ঝুঁকি বহন করে যখন কোন নবজাতককে খতনা করনো হয়। এছাড়াও ৯ শতাংশ ঝুঁকি রয়েছে ১-৯ বছর বয়সীদের খতনার ক্ষেত্রে। তবে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, খতনায় যেসব ঝুঁকি থাকে এরচেয়ে উপকারিতা অনেকটাই বেশী।
Post a Comment