অদ্ভুতুড়ে 4:37 AM

 

স্ট্যাক্সনেট কম্পিউটার ওয়ার্ম আক্রমণের শিকার হওয়ার পর মার্কিন সাইবার বিশেষজ্ঞরা এর বিরুদ্ধে শক্তিশালী কোনো অস্ত্রের সন্ধানে ছিলেন। সম্প্রতি ‘রেজিন’ নামে একটি অ্যাডভান্সড সাইবার অস্ত্রের মাধ্যমে এ কাজে তারা সফল হয়েছেন বলে জানা গেছে।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। সিম্যানটেকের গবেষকরা রেজিন নামে এ সাইবার অস্ত্রটির বিস্তারিত সবার সামনে উন্মোচন করেছেন। রেজিন দিয়ে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা ইউরোপিয়ান ইউনিয়নসহ সারা বিশ্বের বিভিন্ন উচ্চ নিরাপত্তা-বিশিষ্ট কম্পিউটার সিস্টেমের ওপর গোয়েন্দাগিরি করে।

উদ্বেগের মুখে রেজিনের ‘হিট লিস্ট’ বিষয়ে অবশ্য গোয়েন্দা সংস্থাগুলো কিছুটা ভরসা দেওয়ার চেষ্টা করেছে। তারা জানিয়েছে তাদের গোয়েন্দাগিরি শুধু জাতীয় নিরাপত্তার বিষয়েই সীমাবদ্ধ।
সিম্যানটেক জানিয়েছে, এ হিট লিস্টের অর্ধেক কোনো ব্যক্তি বা ছোট ব্যবসাপ্রতিষ্ঠান। বাকি অর্ধেক টেলিকম সংস্থা, জ্বালানি প্রতিষ্ঠান, এয়ারলাইন্স, গবেষণা ও সেবাদানকারী প্রতিষ্ঠান।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.