ডিমের খোসার অদ্ভুত সব শিল্পকর্ম! আগেও বলেছি মানুষের ক্রিয়েটিভিটির কোন শেষ নাই, শেষ নাই অদ্ভুত সব আইডিয়ারও। কারো কারো অদ্ভুত আইডিয়া এমন সব বিচিত্র শিল্প কর্ম সৃষ্টি করে যা আমাদের অবাক করে দেয়। কেউ কেউ এমন সব বিষয়বস্তু খুঁজে নেয় শিল্পকর্ম সৃষ্টির জন্য যা কখনো কখনো অচিন্তনীয় হয়। যাইহোক, বরাবরের মতো আজও আবার জাহির হয়েছি নিয়ে আরএকটি অদ্ভুত শিল্পকর্ম। এবারের শিল্পকর্মটি সৃষ্টি করা হয়েছে ডিমের খোসা দিয়ে। তাহলে দেখুন ডিমের খোসায় অদ্ভুত শিল্পকর্মের দ্বিতীয় পর্বটি।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের প্রযুক্তির ছায়ায় নিমন্ত্রণ।







Post a Comment