অদ্ভুতুড়ে 3:29 AM

২০৩০ সালনাগাদ আইনজীবীদের অস্তিত্ব বিলুপ্ত হতে শুরু করবে। আইনজীবীদের জায়গা নেবে বুদ্ধিমান রোবট। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা একটি গবেষণা করে দেখেছেন, বুদ্ধিমান রোবটের কারণে শিগগিরই আইন পেশাজীবীদের অন্য পথ খুঁজতে হবে। কারণ ২০৩০ সাল পর্যন্ত হিসাব করলে দেখা যায়, আইনজীবীদের সে সময় খুব বেশি প্রয়োজনই পড়বে না। জিনিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভবিষ্যৎ রোবট নিশ্চিহ্ন করে ফেলবে আইনজীবীদের


যুক্তরাজ্যের আইনি পরামর্শক প্রতিষ্ঠান জুমাতি কনসালট্যান্টস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালনাগাদ কর্মজীবী রোবট ও কৃত্রিম বুদ্ধিমান যন্ত্রের ব্যবহার সচরাচর দেখা যাবে সেটা অবাস্তব কিছু নয়। গবেষকেরা জানিয়েছেন, বুদ্ধিমান একটি রোবটই এক ডজনেরও বেশি জুনিয়র আইনজীবীর সমান কাজ করতে পারবে। এ কাজের জন্য আইনি পরামর্শক প্রতিষ্ঠানগুলোর বিশেষ সুবিধা হবে। আলাদা করে বেতন দিতে হবে না। এ ছাড়া একটানা কাজ করে যেতে পারবে এই রোবট।

২০৩০ সালনাগাদ বড় বড় আইনি পরামর্শক প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবসা মডেল যুক্ত করবে। অবশ্য, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের প্রভাব পড়লেও ছোট ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের প্রভাব কম পড়তে পারে বলেই ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.