অদ্ভুতুড়ে 3:26 AM

ব্যাপারটা অবাস্তব এবং হাস্যকর হোলেও তা সত্যিই আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন "স্টিভ জবস" !! "অ্যাপলের" জনক প্রয়াত "স্টিভ জবস" মারা গেছেন তিন বছরn আগেই। কিন্তু মামলার কারণে মৃত স্টিভ জবসকে আদালতে হাজিরা দিতে হয়। তবে যেহেতু তিনি মারা গেছেন তাই আগের ভিডিও ফুটেজের মাধ্যমে জবসের বক্তব্য পেশ করা হয়।


সেই ফুটেজে অ্যাপলের প্রয়াত কর্ণধার দাবি করলেন, আই-টিউন্স থেকে আই-পডে ডাউনলোড করা গান যদি কোনভাবে অন্য কারও কম্পিউটারে চলে যেত, তা হলে রেকর্ড কোম্পানিগুলোর কাছে জবাবদিহি করতে হতো তাদের। পড়তে হত আইনি ঝামেলায়। তার ব্যাখ্যা ওইভাবে গান চুরি করতে তখন তৎপর ছিল বহু হ্যাকার। সেই সমস্যা এড়াতেই আই-টিউন্স ছাড়া অন্য কোনও গান আই-পডে ঢুকতে দিতে চাননি তিনি।

প্রসঙ্গত, প্রতিযোগিতা আইন ভাঙা নিয়ে মামলা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। বিরোধী পক্ষের অভিযোগ, গোটা বিষয়টায় অ্যাপলকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছিলেন জবস। যার প্রমাণ হিসেবে মার্কিন আদালতের শুনানিতে জবসের ই-মেল তুলে ধরেন তারা। সেই ই-মেলে নির্দেশ ছিল, আই-পডে যাতে অ্যাপলের নিজস্ব ডিজিটাল মিউজিক স্টোর আই-টিউন্স ছাড়া অন্য কোথাও থেকে গান শোনা না-যায়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.