অদ্ভুতুড়ে 2:29 AM

বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং 'জীবন পরিবর্তনকারী' নতুন এক যোগাযোগ প্রযুক্তির উন্মোচন করেছেন। বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে এ নতুন প্রযুক্তি সম্পর্কে জানান তিনি। কম্পিউটার জায়ান্ট ইন্টেল এ প্রযুক্তিটি তৈরি করেছে।

স্টিফেন হকিং কথা বলেছেন


অনুষ্ঠানে স্টিফেন হকিং বলেন, 'যত বাধা আছে আমরা তা পেরিয়ে এগিয়ে যাচ্ছি।' নতুন এই প্রযুক্তি না থাকলে তিনি আজ কথা বলতে পারতেন না উল্লেখ করে বলেন, 'ওষুধ আমাকে ভাল করতে পারেনি। এজন্য বেঁচে থাকতে এবং মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আমি প্রযুক্তির ওপর নির্ভর করি।'

তিনি বলেন, 'এ প্রযুক্তি আবিষ্কারের ফলে বিশ্বের প্রতিবন্ধি মানুষের জীবন পাল্টে যাবে। মানুষের পারস্পরিক মিথষ্ক্রিয়ায় যত বাধা আছে সেগুলোকে সহজেই অতিক্রম করে ফেলা যাবে।' 

কম্পিউটার এবং বক্তব্যের কাজে নব্বই দশকের মাঝামাঝি ইন্টেল হকিংকে সহযোগিতার প্রস্তাব দেয়। হকিং ইন্টেলকে তার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের প্রস্তাব দেন বেশ কয়েক বছর আগে। 

স্টিফেন হকিং কথা বলেছেন  

ইন্টেলের প্রধান প্রকৌশলী লামা ন্যাকম্যান জানান, গত ৩ বছর এ নতুন প্রযুক্তি উন্নয়নের কাজ হয়েছে। যন্ত্রটি হকিংয়ের চশমা এবং গালের মধ্যে অবস্থান করবে। গালের গতিবিধি ইনফ্রারেড সেন্সর নির্ণয় করবে। এর ফলে হকিং একটি বর্ণ নির্বাচন করতে পারবেন। যা থেকে অনেকগুলো শব্দের সুপারিশ পাবেন তিনি। 

নতুন প্রযুক্তি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে হকিং বলেন, 'আমার আগের ব্যবস্থাটি ২০ বছর পুরনো। কার্যকর যোগাযোগের ক্ষেত্রে কঠিন সমস্যায় পড়তে হত আমাকে। এই নতুন প্রযুক্তি আমার জন্য জীবন পরিবর্তনকারী। আমি আশা করি পরিবর্তী ২০ বছর এটা দিয়ে কাজ করতে পারব।' 

এ প্রযুক্তিকে ওপেন সোর্স এবং সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইন্টেল।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.