অদ্ভুতুড়ে 2:56 AM

বহীর বিশ্বে অনেক আগেথেকেই বাইসাইকেল এর ব্যাবহার দেখাযেত। বাংলাদেশের মানুষেরও এখন বাইসাইকেল এর প্রতি চাহিদা লক্ষ করা যায়। আর বাইসাইকেল কোম্পানি গুলো মানুষের চাহিদা রুচির কথা মাথায় রেখে বাইসাইকেলে প্রযুক্তির ব্যাবহার করেছে।  

 

SHIMANO Electronic stuffing 

  এটি একটি স্বয়ংক্রিয় ইলেক্ট্রনিক ডিসপ্লে যা আপনার সাইকেলের সাথে লাগালে একই সাথে দেখতে পারবেন আপনার সাইকেলর গতি, কতো নাম্বার গিয়ারে আপনার সাইকেলটি চলছে, আপনার অবস্থান ইত্যাদি খুঁটিনাটি সবকিছু। আর সবচেয়ে মজার ব্যাপার হল এটি ব্যাবহার করার জন্য আপনার আলাদা কোন ক্যাবল ব্যাবহার করতে হবে না।


Zackees turn signal gloves

  আপনি যখন বাইসাইকেল চালাবেন তখন অনেক সময় ডানে-বায়ে যেতে হতে পারে। কেমন হবে যদি আপনার হাতের সাথে চলে আশে একটি টার্ন লাইট। জী এমন একটি হ্যান্ড গ্লাভস বাজারে এসেছে যেটা আপনি পড়ে সাইকেল চালাবেন আর প্রয়োজন মতো হাত উঁচু করে সিগন্যাল দিতে পারবেন। এটির দাম কিন্তু বেশি না মাত্র ৭৫$ ডলার।


Skylock, A Smart Bike Lock 

  এটি একটি অসাধারণ আবিষ্কার। ধরুন আপনি আপনার সাইকেলটি লক করে রেখে গেছেন হঠাথ একটি চোর আপনার বাইসাইকেলটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেলো। এমনটি প্রায় প্রায় হয়ে থাকে। আর সেই কথা মাথায় রেখে বাজারে এসেছে সোলার লক। এটি একটি ডিজিটাল লক সিস্টেম। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে ইচ্ছা মতো সাইকেলটির লক খুলতে পারেন। লকটিতে একটি ব্যাটারি আছে যেটি আপনি ইউএসবির মাধ্যমে বা স্বয়ংক্রিয় সোলার চার্জের মাধ্যমে চার্জ করতে পারবেন। আপনার পছন্দের বাইসাইকেল সেফ রাখার জন্য এটি একটি বেস্ট প্র্যাকটিস।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.