অদ্ভুতুড়ে 1:49 AM

আপনার হাতের চামড়ায় একের পর এক ভেসে উঠছে নানা ছবি কিংবা অ্যাপের ইন্টারফেস, আর আপনি সেখান থেকে প্রয়োজনীয় অ্যাপ কিংবা অপশন বাছাই করে করছেন নানা কাজ, হাতের চামড়াই হবে স্মার্টফোন বা ট্যাব! শুনে অবাক হচ্ছেন? অবাক করার মত কাজটিই করতে যাচ্ছে ফ্রান্সের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। 

হাতের চামড়াই হবে স্মার্টফোন বা ট্যাব


প্রতিষ্ঠানটি এমন একটি ব্রেসলেট তৈরি করেছে যা কব্জিতে পরে থাকা অবস্থায় এর নিচের দিকে ভেসে উঠবে ট্যাবের ডিসপ্লে। এতে থাকা প্রক্সিমিটি সেন্সর শনাক্ত করবে ব্যবহারকারীর বিভিন্ন কমান্ড। প্রায় এক বছর ধরে এই ডিভাইসের একটি প্রোটোটাইপ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী তিন সপ্তাহের মধ্যে এই কাজটি শেষ করতে পারবে বলে আশা প্রকাশ করেছে এই প্রতিষ্ঠান।

ছোট এই ডিভাইসটিতে নানা ফিচার রাখার পরিকল্পনা করছেন নির্মাতারা। ইউএসবি পোর্ট, ওয়াইফাই কিংবা ব্লুটুথ, সবই পাওয়া যাবে এতে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাণিজ্যিকভাবে এটি বাজারে ছাড়া হতে পারে। ১৬ জিবি কিংবা ৩২ জিবি স্টোরেজ ক্ষমতার ডিভাইসের মূল্য রাখা হতে পারে প্রায় ৪০০ ডলার। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.