অদ্ভুতুড়ে 12:24 AM


বিজ্ঞান এবং আবিষ্কারের ইতিহাসে বিড়ালেরও যে অভাবনীয় অবদান আছে তা আমরা খুব অল্প সংখ্যক মানুষই হয়ত জানি । এই মজার ইতিহাসের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম । ভিডিও সহ ।


 ১ম পর্ব টি দেখুন .....


উপরের ছবিতে দেখতে পাওয়া বিড়ালটির নাম অস্কার। ২০১০ সালে সে-ই হয়ে ওঠে কৃত্রিম পা সংযোজিত বিশ্বের প্রথম বিড়াল। এক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটির নাম ITAP (Intraosseous Transcutaneous Amputation Prosthetics)


অন্ধকারেও জ্বলজ্বল করতে থাকা এই বিড়ালটি কিন্তু আর আট-দশটি বিড়ালের মতো সাধারণ কোনো বিড়াল নয়। বিজ্ঞানীরা একটি গবেষণার অংশ হিসেবে এর শরীরে এমন জিন প্রবেশ করিয়েছিলেন যা হয়তো একে এইডস প্রতিরোধী করে তুলবে! তবে অন্ধকারেও জ্বলতে থাকা এই সবুজ রংটি এসেছে অন্য একটি জিন থেকে। এইডস বিরোধী জিনটি বিড়ালটির দেহে ঠিকমতো প্রতিস্থাপিত হয়েছে কি না তারই নির্দেশক হিসেবে কাজ করছে এই সবুজ রঙ। সর্বশেষ জানা খবর মতে বিজ্ঞানীরা এই বিড়ালটির উপর Feline Immunodeficiency Virus-এর প্রভাব নিয়ে কাজ করছেন। যদি এই গবেষণা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয় তাহলে তা যে মানবজাতির জন্য বিরাট বড় এক সুখবর বয়ে আনবে তা বোধহয় আর না বললেও চলে।

আচ্ছা, বিড়াল কি উপর থেকে নিচে পড়ার সময় সবসময়ই পায়ের উপর আগে ভর দেয়? উদ্ভট প্রশ্ন, তাই না? এমনই একটি প্রশ্নের উত্তর খুঁজতে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস মেডিকেল ডিভিশন ১৯৪৭ সালে C-131 মডেলের উড়োজাহাজে দুটি বিড়ালকে কিছু সময়ের জন্য ভরশূণ্য পরিবেশে ছেড়ে দেয়। এমন একটি পরিবেশে বিড়ালগুলোর অবস্থা ছিলো আসলেই দেখার মতো।
ভিডিও:
 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.