ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg এর সাথে বাংলাদেশীদের সংঘর্স! কি কারনে বা কি ভাবে এই সংঘর্সের শুরু হয় তা জানা যায়নি। ১০ই, মে ২০১২ তে ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg এর আপলোড দেওয়া একটি ছবি, যাতে দেখা যাচ্ছে Mark Zuckerberg এবং তার স্ত্রি পাশপাশি দারিয়ে আছে। এটি তাদের বিয়ের ছবি, ছবির ক্যাপশনে দেওয়া "Photo by Noah Kalina"। প্রায় দু বছর আগে ছবিটি আপলোড করা হয়।
 |
| ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg এর সাথে বাংলাদেশীদের সংঘর্স! |
দুই বছর পুরাতন এই ছবিতে হঠাৎ বারতে থাকে লাইকের পাশাপাশি কমেন্ট। তার চেয়েও অবাক কর ব্যাপার হচ্ছে এ সকল নতুন লাইক এবং কমেন্ট বাংলাদেশীদের। বেশীর ভাগ কমেন্ট বা মন্তব্যে ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg কে কুটুক্তি করে গালাগাল করা হচ্ছে।
কিন্তু নির্দিস্ট কি কারনে বা কি জন্যেই বা এমন করা হচ্ছে কে বলতে পারছে না। অনেকের মতে দুস্টামি করছি যদি একজনের পারিবারিক ব্যাপার নিয়ে দুস্টামি করা কিংবা ঠাট্টা করা মটেও ভদ্রতার পরিচয় নয়। নিম্নে কিছু মন্তব্য তুলে ধরা হলঃ
Aaliya Khan Sylvia bangali যে কতটা বিনুদুন দিতে পারে তা জুকা মামুর comment দেইখা বুঝা জায়...
Drishty Rubayed
ore keu amare dhor! Sob i to bangla maler ekek ta bas e comment voira ase. Jukar mamu zodi bujhbar pare taile sob gulanre nake dori diya ghuraibo!
Post a Comment