অদ্ভুতুড়ে 9:35 PM

যে সকল জঘন্য ভাষা ব্যবহার করে Mark Zuckerberg এর সাথে বাংলাদেশীরা ঠাট্রায় মেতে উঠেছে! ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg এর সাথে বাংলাদেশীদের সংঘর্স ২ ! নিম্নে  কিছু মন্তব্য তুলে ধরা হলঃ 

ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg এর সাথে বাংলাদেশীদের সংঘর্স - ২!
ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg এর সাথে বাংলাদেশীদের সংঘর্স - ২!

 


1. মামু ফেসবুকে বসলে আমার হাগা আসে না । আমি এখন কি করমু?

2. সালা বাংলাদেশে অফিস দিবি কবে??!

3. জুকার তোর চাইনিস মাল টিকবনা বেশীদিন

4. বাংলা কমেন্ট পড়তে পারলে জুকার মামা কানে ধরে ১০০ বার উঠা বসা কইরা কইব,নেক্সট বার বিয়ে করলে আর কোনদিন ভূলে ও বউ এর লগে পিক দিমু না"

5. ঐ জুকার তুই কি বাঙ্গালিদেরকে চিনিস? ID রিপোর্ট করার জন্য বাঙ্গালিদের কতো গ্রুপ আছে জানিস?ভুলেও বাঙ্গালিদেরকে ক্ষেপাইস না।তাইলে কিন্ত ওপেন চ্যলেন্জ করে তোর ID ফেসবুক থেকে গায়েব করে দেবে। SO,সাবধান।.

6. জুকার তোর মেয়েকে আমি বিয়া করমু... (Zuckrbarg u r great)

7. Don't underestimate The power of all Bangladeshi

8. জুকা, তুমি শালা কি বিয়া করছ!! কেমন দেখা যায় এই চাকমাটারে?? তুই নিশ্চিত এই পেত্নীর ফেবু পিক দেইক্ষা এর প্রেমে পড়ছিলি!! হয় হয় এমনি হয়! কত্ত পোলা যে ফেবুতে মাইয়া দেইখা ভ্যাবাচ্যাকা খাইছে আর তুই খাবি না?

9. জুকা হালায় sure প্রেম করার টাইমে জিরো ডট ফেবু চালাইতো । নিজের বানানো আকাইম্মা জিনিসে আর সব পুলাপাইনের মতো আন্টির লগে ফাঁইস্যা গেসে ।

10. ও জুকা বাই।love you man.হালা ধৈঞ্চা,মাইনসে পকেডের ট্যাকা পুংগাইয়া ফেবু চালায়,আর তুই মাতারি হেই ট্যাকা দিয়া বিয়া কইরালচস,তাও আবার চায়নামাল,আর আমগোরে অহনও ফুডা কোলবালিশ লইয়া ঘুমান লাগে।thanks for giving us facebook.Hat's off man। আমার আগের ২ আইডি মাতা দিছস এখনকারডায় বুলু কালারের টিক দিয়া বেরিফাই কইরালা.wish you hapiness in future life। নাইলে কইলাম ভইরা দিম

11. শালার বাল..তর জন্য আমি পড়া বাদ দিয়া এখন ফেসবুক এ

 12. ফইন্নিরে এমন কার্টুনের মত লাগতাসে ক্যারে! ! translation : u r looking just owsome & handsome ur.princess is also cute

13. এই কমেন্টস গুলার অর্থ যদি বেটাই বুজে,,,, তাইলে কচু গাছে ফাঁস দিবো। nice,,nice,, হাঁ,,,হাঁ,,,হাঁ,,,,,

14. হালা তোর রুচির খেতা পুড়ি। এইডা কি বিয়া করসস?????

15. ও জুকার ভাই, ভাবীরে "আনটি" কমু নাকি "আপু" কমু??? 16. চাইনিজ জিনিস সস্তা পাই নিলি।কিন্তু টিকবো না মনে রাখিস।

17. জুকার মামু চিন্তা করছি, তোমার নামে থানায় কেস করমু। কারণ, তোমার এই ফেবুর জন্য আমার রাতে ঘুম আসে না। পরীক্ষায় কিছু লিখতে পারি না। সালা তোরে তুমি কেন বলছি। Translation : Ur wife is soo beautiful. I like u soo much. Because of u, আর পারি না।

18. কি বউ বিয়ে করলো ধ্যাৎ। এরচেয়ে আমাদের দেশের মেয়েরা কত্ত সুন্দর ছিলো।

19. আমার এক্স গার্লফ্রেন্ড রে নিয়া পালাইলি শেষ

20. তোর মায়রে বাপ... আমার পেজ এর রিচ কমায়া দেস...?? Translation :- wow bro... nice couple

21. সালা তুই তো আবাল , তুই জানস আমারা বাঙ্গালিরা chines ফোন অ কিনি না, র তুএ chines মাইয়া বেয়া করসস...............।। আমি তোর জায়গায় থাকলে কোন হলিউড র মডেল রে বিয়া করতাম লুল রে লু

ফেসবুক প্রতিষ্ঠাতা Mark Zuckerberg এর সাথে বাংলাদেশীদের সংঘর্স | সংঘর্ষের সুত্রপাত!

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.