অদ্ভুতুড়ে 11:21 AM

Google এর কাছ থেকে Motorola সংস্থা অধিগ্রহণ সম্পূর্ণ করল Lenova। বৃহস্পতিবার Lenova এর তরফে জানানো হয়েছে, গত বছর Motorola সংস্থা কেনার যে ঘোষণা করা হয়েছিল, এদিন তার অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এই হাতবদলের ফলে চিনা সংস্থা Lenova SmartPhone উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান অধিকার করল।

Google থেকে Motorolla কিনল Lenova !

Google থেকে Motorola কিনল Lenova !

Lenova এর সংস্থার সিইও ও চেয়ারম্যান, ইয়াং উয়ানকিং এদিন বলেন, আজ আমরা এক মাইলফলককে ছুঁতে পারলাম। এবার আমরা আমাদের গ্রাহকদের হাতে এমন কিছু SmartPhone তুলে দিতে পারব যা তাদের চাহিদাকে সম্পূর্ণ করবে। যদিও এই অধিগ্রহণের পরেও Motorola এর মূল দফতরটি শিকাগোতেই থাকছে বলে জানা গিয়েছে। 

Motorola সংস্থা অধিগ্রহণ সম্পূর্ণ করল Lenova

Motorola সংস্থা অধিগ্রহণ সম্পূর্ণ করল Lenova

Google থেকে Motorola কিনল Lenova !
Google থেকে Motorola কিনল Lenova !


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.