Home
খবর
দিনে কাজ করার ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে মানুষ, হয়ে যাবে নিশাচর!
আগামী হাজার বছরের মধ্যেই মানুষ পরিণত হবে পেঁচায় অর্থাৎ নিশাচরে। গবেষণা বলছে, SmartPhone, Laptop এর যুগে নতুন প্রজন্মের জীবনযাত্রায় রাত জাগার অভ্যেস যেভাবে বেড়েছে তাতে মানুষ নিশাচরে পরিণত হচ্ছে ধীরে ধীরে। এভলিউশন টুডে নামক এক Since Journal এ খবর প্রকাশিত হয়েছে।
 |
দিনে কাজ করার ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে মানুষ, হয়ে যাবে নিশাচর! |
Journalটি বলছে, মানুষে অভ্যাস ও প্রয়োজন যেভাবে বদলেছে, তার প্রভাবেই ধীরে ধীরে মানুষের বিবর্তন ঘটছে। আর এখন সময় মানুষ থেকে নিশাচর প্রাণীতে বিবর্তনের অর্থাৎ পেঁচায়। যারা ইন্টারনেট, SmartPhone, Laptop ব্যবহার করেন তাদের বেশির ভাগেরই রাত তিনটা থেকে চারটা নাগাদ ঘুমোতে যাওয়ার অভ্যাস। ধীরে ধীরে নিশাচর প্রাণীতে পরিণত হচ্ছে এক শ্রেণির মানুষ।
 |
দিনে কাজ করার ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে মানুষ, হয়ে যাবে নিশাচর! |
গবেষণা বলছে আগামী ২০০ বছরের মধ্যে বিশ্বের জনসংখ্যার সিংহভাগের কাছে পৌঁছে যাবে উন্নততর প্রযুক্তি। যার ফলে দিনে কাজ করার ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে মানুষ। সারারাত স্বচ্ছন্দে internet ব্যবহার করে কাটাবেন তারা। আর তিন হাজার সালের মধ্যে মানুষের শরীরে হবে পালকের আবির্ভাব। তবে পেঁচার মতো চোখ মানুষের থাকবে না যার ফলে রাতেও দেখা যায়। তার কারণ আমরা সাধারণত রাত্রিবেলা Mobile বা Laptop এর দিকে তাকাতেই অভ্যস্ত। ফলে রাতের অন্ধকারে দেখার কোনো ক্ষমতাই তৈরি হবে না। |
দিনে কাজ করার ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে মানুষ, হয়ে যাবে নিশাচর! |
Post a Comment