ফেসবুকের নানারকম নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার প্রদানের বিষয়টি নতুন বিষয় নয়। কিন্তু এবার প্রতিষ্ঠানটির পরিচালক মার্ক জুকারবার্গ জানিয়েছে, বিজ্ঞাপন কিংবা অন্য যেকোনো ফিচারে কোন ত্রুটি থাকলে কেউ যদি সেটি ধরিয়ে দেয়, তাহলে তাঁকে পূর্বের তুলনায় দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে।

মূলত ওয়েব বিজ্ঞাপনে নেতৃত্ব দিচ্ছে গুগল। আর গুগলের সাথে প্রতিযোগিতা করতে জোর প্রস্তুতি নিচ্ছে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের অডিট বিষয়ক এক বৈঠকের পর বিষয়টি সম্পর্কে অবহিত করা হয় ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলীদের।
বিভিন্ন সময় ফেসবুকের ব্যবহারকারীদের হাতে বেশ কিছু ত্রুটি শনাক্ত হওয়ায় এবারও সুযোগটি কাজে লাগাতে চায় ফেসবুক। আর তাই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফেসবুকের একজন নিরাপত্তা প্রকৌশলী কলিন গ্রিন জানান, কাজের পরিবেশকে আরও বন্ধুত্বপূর্ণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"
Post a Comment