নিত্য নতুন আবিস্কার করেই চলেছে বিজ্ঞানীরা, আর এর ফলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ক্রমাগত অগ্রগতির দিকে। আমাদের শরীরের ভেতরের রোগ নির্ণয়, ওষুধ প্রদান, ব্যথা উপষমের জন্য শুধু মাত্র ছোট্ট একটা ডিভাইসই যতেষ্ট। এই ডিভাইসটি মানুষের শরীরের টিস্যুর মাঝে স্থাপনের মাধ্যমে রোগ নির্ণয় ও রোগের চিকিৎসায় সাফল্য নিয়ে আশা সম্ভব!
তবে ততক্ষন পর্যন্তই যতক্ষণ ডিভাইসটির চার্জ শেষ না হয়ে যায়।
আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এই সমস্যার একটা সমাধানও বের করেছে। এমন একটি যন্ত্র তারা আবিষ্কার করেছেন, যেটা আলট্রা সাউন্ড ওয়েভের সাহায্যে চলবে এবং নিজেস্ব্য ভাবেই চার্জ হতে পারে। এই যন্ত্রটি তৈরি করা হয় piezoelectric material ব্যবহারে অর্থাৎ বৈদ্যুতিক চার্জ সম্বলিত এমন একটি পদার্থ যা উচ্চচাপে বিদ্যুৎ বিকিরন করে।
piezoelectric material প্রসারিত ও সঙ্কুচিত হওয়ার সময় একটা ক্ষুদ্র বৈদ্যুতিক চার্জ তৈরি করে। যখন এই পদার্থটি সঙ্কুচিত হয় তখন ঐ সাউন্ড ওয়েভ এক সেকেন্ডে ১০ লাখবার শক্তি বিকিরন করে।
যদিও ক্ষুদ্র এই শক্তি যা সাউন্ড ওয়েভের মাধ্যমে তৈরি হয় তা গ্রহণ করার জন্য বিজ্ঞানীদের তৈরি যন্ত্রটিও ক্ষুদ্র হতে হবে এবং যার আকার এক মিলিমিটারের মধ্যে হতে হবে। নতুন এই প্রযুক্তিগত ধারণা নিয়ে এমন একটি চিপ তৈরি করা হয়ত সম্ভব হবে যা কিনা শরীরের টিস্যুর মাঝে প্রতিস্তাপন করে বাহ্যিক রেডিওএন্টেনার সাহায্যে রিপোর্ট পাওয়া যাবে।
Post a Comment