অদ্ভুতুড়ে 12:09 AM

মাত্র ৩ সেকেন্ডেই ওয়াই-ফাই এর মধ্যমে এবার মুভী ডাউনলোড হবে ! আষাঢ়ে গল্প নয়। এমনটাই জানিয়েছে স্যামসাং।


স্যামসাং এর দাবি, তারা এমন এক ওয়াই-ফাই বানিয়েছে যেটার মাধ্যমে মাত্র ৩ সেকেন্ডেই মুভী ডাউনলোড সম্ভব। স্যামসাং আরো দাবি করেছে, বাজারে চলিত ওয়াই-ফাই এর তুলনায় এই ওয়াই-ফাই এর স্পিড ৫ গুণ বেশি।
৫৭৫ এমবি প্রতি সেকেন্ড স্পিডে ডাউনলোড হবে এই নতুন ওয়াই-ফাই সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ ১ জিবি-র চেয়েও বড় যে কোন মুভী মাত্র ৩ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড হয়ে যাবে।
মাত্র ৩ সেকেন্ডেই ওয়াই-ফাই এর মধ্যমে এবার মুভী ডাউনলোড হবে ! আষাঢ়ে গল্প নয়। এমনটাই জানিয়েছে স্যামসাং। নতুন ওয়াই-ফাই স্যামসাং এর, ৩ সেকেন্ডেই মুভী ডাউনলোড!


স্যামসাং জানিয়েছে, 'বর্তমানে ২.৪ এবং ৫ গিগাহার্জের ওয়াই-ফাই টেকনোলজি থেকে পৃথক স্যামসাং এর ৮০২.১১এডি স্ট্যান্ডার্ড ৬০ গিগাহার্জ ওয়াই-ফাই টেকনোলজি সহ-চ্যানেলগুলির প্রতিবন্ধকতাকে সরিয়ে অধিকতর স্পিড দেয়। একাধিক ডিভাইস ব্যবহৃত হলেও একটি নেটওয়ার্কে, গতি কম হয় না।'

যে গ্রুপ এই ওয়াই-ফাই ডেভেলপ করেছে, তারা জানিয়েছে, এর আগেও ৬০ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি। কারণ, সেখানে মিলিমিটার ওয়েভস ব্যবহার করা হয়েছিল, যা লাইন-অফ-সাইটের সাহায্যে যেত। এবং তা দুর্বল হওয়ায় দেওয়ালের মতো কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খেলে, বেশ কয়েকবার সিগনাল পাওয়া যেত না এবং ডেটা পারফরম্যান্স দুর্বল হয়ে পড়ত।

ওই আরো গ্রুপ জানিয়েছে, এই ওয়াই-ফাইয়ে 'ওয়াইড কভারেজ বিম ফর্মিং অ্যান্টেনা' ব্যবহার করা হয়েছে, যার ফলে মিলিমিটার ওয়েভের সঙ্গে আগত বাধা দূর হয়ে গিয়েছে।

আগামী বছরের শুরুর দিকে ৬০ গিগাহার্জ ওয়াই-ফাই টেকনলজি বাজারে আসবে

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.