আসুন খুব সহজেই জেনে নেই সুস্থ ও অসুস্থ পশু চিনার কিছু উপায়।
দরজায় কড়া নাড়ছে ঈদ-উল-আযহা অর্থাৎ কোরবানীর ঈদ আর কোরাবনীর ঈদ মানেই হাঠে যাওয়া আর পছন্দের পশুটি কেনা। কিন্তু পছন্দের পশুটি যদি হয় রোগাক্রান্ত বা ট্যাবলেট, স্টেরয়েড জাতীয় ও নিষিদ্ধ রাসায়নিক ঔষধ খাওয়ানো তাহলে পরতে হয় নানা বিপাকে। তাই আজকে আমি আপনাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এলাম যা আপনাকে সুস্থ ও অসুস্থ গরুটি চিনতে সাহায্য করবে ইনশাল্লাহ। নিম্মে রোগাক্রান্ত গরুর কয়েকটি লক্ষণ দেয়া হল।
১.প্রথমে গুরুটির গাঁ-এ হাত দিয়ে দেখবেন যে, হাত দিতেই আপনার হাত বসে যাচ্ছে কিনা, আর গরুর গাঁ অতিরিক্ত গরম কিনা।
২.পশুটি অতিরিক্ত ঝিমাচ্ছে কিনা।
৩.পায়ের পাতা ফুলে গেছে কিনা।
৪.শরীরে ব্যথা ও ক্ষ্যাপাটে ভাব লক্ষণীয় কিনা।
৫.শরীরে শক্তি কমে যাওয়া।
৬. মুখ দিয়ে লালা পড়া ও জিহ্বা বের হয়ে যাওয়া।
৭. চোখের পাতা ফোলা এবং শরীর ফুলে যাওয়া। ইত্যাদি।
স্টেরয়েড জাতীয় ওষুধ ও নিষিদ্ধ রাসায়নিকও ব্যবহারের মাধ্যমে কৃত্রিম উপায়ে মোটা করা গরু গোশত খেলে
কিডনির সমস্যা, লিভার, ব্রেইন স্ট্রোক, হৃদরোগ, গ্যাস্ট্রিক, পেটের পিড়া ও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা খুব বেশী।
তাই বিশেষজ্ঞদের মতে হাঠে যেসব গরু তুলানামুলক কম স্বাস্থ্যবান এবং খুব বেশী নড়াচড়া করে সেসব গরু কিনতে পরামর্শ দিয়েছেন।
কিডনির সমস্যা, লিভার, ব্রেইন স্ট্রোক, হৃদরোগ, গ্যাস্ট্রিক, পেটের পিড়া ও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা খুব বেশী।
তাই বিশেষজ্ঞদের মতে হাঠে যেসব গরু তুলানামুলক কম স্বাস্থ্যবান এবং খুব বেশী নড়াচড়া করে সেসব গরু কিনতে পরামর্শ দিয়েছেন।
Post a Comment