অদ্ভুতুড়ে 12:47 PM

ফ্রিতে পিসি হতে মোবাইলে এস এম এস পাঠান খুব সহজেই


মোবাইলে টাকা শেষ রিচার্জও করার উপায় নেই আছে শুধু ইন্টারনেট এখন উপায়, জি উপায় একটি আছে সেটি হলো আমি এমন একটি  সফটওয়্যার নামাতে বলবো যা একবার পিসিতে ইন্সটল করে ৫বার ফ্রিতে যেকোন মোবাইলে এস এম এস পাঠানো যাবে। ৫বার পাঠানোর পর আবার আনইন্সটল করে পূনারায় আবার ইন্সটল করে আবার ৫টি নাম্বারে পাঠানো যাবে এবাবে যতবার খুশী ব্যবহার করা যাবে সফটওয়্যারটিকে।

তবে এই সফটয়ারটি ৩২বিটের তাই এটি ৩২ বিট পিসিতে চলবে।

সফটওয়্যারটির ডাউনলোড করার লিংকটি নিম্নে দেয়া হলোঃ-


আশা করি পোস্টটী পরে ভালো লেগেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.