অদ্ভুতুড়ে 3:43 AM

আপনি অ্যাজমায় আক্রান্ত যেভাবে বুঝবেন! এ কথা সবাই জানেন যে অ্যাজমা বা হাঁপানি একটি অতি ভয়াবহ অসুখ। আর তাই তো নিঃশ্বাসের একটু কষ্ট হলে অনেকেই ঘাবড়ে জান। তবে মনে রাখবেন নিঃশ্বাসের সব ধরনের সমস্যাই অ্যাজমার লক্ষণ না। অ্যাজমা বা হাঁপানির আছে কিছু সাধারণ লক্ষণ। এসবের মাঝে যদি একটি/দুটি লক্ষণও আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 

আপনি অ্যাজমায় আক্রান্ত যেভাবে বুঝবেন    আপনি অ্যাজমায় আক্রান্ত যেভাবে বুঝবেন! এ কথা সবাই জানেন যে অ্যাজমা বা হাঁপানি একটি অতি ভয়াবহ অসুখ। আর তাই তো নিঃশ্বাসের একটু কষ্ট হলে অনেকেই ঘাবড়ে জান। তবে মনে রাখবেন নিঃশ্বাসের সব ধরনের সমস্যাই অ্যাজমার লক্ষণ না। অ্যাজমা বা হাঁপানির আছে কিছু সাধারণ লক্ষণ। এসবের মাঝে যদি একটি/দুটি লক্ষণও আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।   বুকের মাঝে শাঁ শাঁ শব্দ :  অ্যাজমা বা হাঁপানির একটি সাধারণ লক্ষণ হল বুকের মাঝে ঠান্ডা জমে শাঁ শাঁ শব্দ হয়ে থাকে। এটিতে বুকের মাঝে ঠান্ডা এমনভাবে জমে থাকে যে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, বুক ভারী হয়ে আসে এবং নিঃশ্বাস নিতে গেলে শাঁ শাঁ শব্দ হয়- এমন লক্ষণে বুঝবেন যে আপনার হয়ত অ্যাজমা হয়েছে।   নিঃশ্বাস ছোট হয়ে আসা :  সাধারণত আমরা যেভাবে নিঃশ্বাস নিয়ে থাকি একজন অ্যাজমার রোগী সেভাবে নিঃশ্বাস নিতে পারেন না। তার নিঃশ্বাস অনেকটাই ছোট হয়ে আসে। বুকে শ্বাস টেনে ধরে এবং ছোট ছোট নিঃশ্বাস নেন।   ঠান্ডা জমে যাওয়া :  অ্যাজমার রোগীদের একটু অনিয়মেই ঠান্ডা লেগে যায়। এ সময় অনেক বেশি কাশি দেন এবং কাশির সাথে কফ বের হয়ে আসে। মাঝে মাঝে কাশি জমে থেকে নিঃশ্বাসের সমস্যা তৈরি করে। আপনি যদি এই ধরনের লক্ষণে ভুগে থাকেন তাহলে বুঝবেন আপনার অ্যাজমা হয়েছে।   বুক টেনে ধরা :  সাধারণভাবে বুকে অর্থাৎ শ্বাসনালীতে ঠান্ডা জমে থাকলে বুকে ব্যথা করে আর বুক টেনে ধরে। অতিরিক্ত কাশির ফলে এই বুকে ব্যথা হয়ে থাকে। এমন সমস্যাতেও আপনি বুঝতে পারেন যে আপনি অ্যাজমায় আক্রান্ত।

 
বুকের মাঝে শাঁ শাঁ শব্দ :

অ্যাজমা বা হাঁপানির একটি সাধারণ লক্ষণ হল বুকের মাঝে ঠান্ডা জমে শাঁ শাঁ শব্দ হয়ে থাকে। এটিতে বুকের মাঝে ঠান্ডা এমনভাবে জমে থাকে যে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, বুক ভারী হয়ে আসে এবং নিঃশ্বাস নিতে গেলে শাঁ শাঁ শব্দ হয়- এমন লক্ষণে বুঝবেন যে আপনার হয়ত অ্যাজমা হয়েছে।


নিঃশ্বাস ছোট হয়ে আসা :

সাধারণত আমরা যেভাবে নিঃশ্বাস নিয়ে থাকি একজন অ্যাজমার রোগী সেভাবে নিঃশ্বাস নিতে পারেন না। তার নিঃশ্বাস অনেকটাই ছোট হয়ে আসে। বুকে শ্বাস টেনে ধরে এবং ছোট ছোট নিঃশ্বাস নেন।


ঠান্ডা জমে যাওয়া :

অ্যাজমার রোগীদের একটু অনিয়মেই ঠান্ডা লেগে যায়। এ সময় অনেক বেশি কাশি দেন এবং কাশির সাথে কফ বের হয়ে আসে। মাঝে মাঝে কাশি জমে থেকে নিঃশ্বাসের সমস্যা তৈরি করে। আপনি যদি এই ধরনের লক্ষণে ভুগে থাকেন তাহলে বুঝবেন আপনার অ্যাজমা হয়েছে।


বুক টেনে ধরা :

সাধারণভাবে বুকে অর্থাৎ শ্বাসনালীতে ঠান্ডা জমে থাকলে বুকে ব্যথা করে আর বুক টেনে ধরে। অতিরিক্ত কাশির ফলে এই বুকে ব্যথা হয়ে থাকে। এমন সমস্যাতেও আপনি বুঝতে পারেন যে আপনি অ্যাজমায় আক্রান্ত।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.