আমরা নিত্যদিন ব্যবহার করি এমন জিনিশ প্রতিনিয়ত আমাদের কৌতহল হয় এমনই কৌতহল হচ্ছে চেইন অ্যান্ড স্প্রোকেট সিস্টেম। বাইসাইকেল কিংবা রিকশা প্যাডেল ঘোরালে যেভাবে চাকা ঘোরতে থাকে সেটাতেই আছে চেইন অ্যান্ড স্প্রোকেট সিস্টেম। আর চেইন এবং স্প্রোকেট সিস্টেম এ থাকে দুটো জিনিস- চেইন আর স্প্রোকেট। প্রথমে নিচের ছবিটা দেখে নেয়া যাক,
চাকার মত দুটো অংশ- ওগুলো স্প্রোকেট এর সাথে রয়েছে ব্যয়ারিং। আর A স্প্রোকেট থেকে B স্প্রোকেটে রোটারী মোশন বা ঘূর্ণন গতি ট্রান্সফার করছে চেইন। ওদের নিয়ে আরেকটু জানা যাক।
প্রথমে স্প্রোকেট। স্প্রোকেট এর বাইরের পাশটা খাঁজ কাটা। এগুলোকে বলে Teeth বা দাঁত। দুটো Teeth এর মাঝখানের দুরত্বকে বলে Pitch বা পিচ। খাঁজের ভেতরের বক্র অংশটুকুর ব্যাসার্ধকে বলে Roller Diameter বা রোলার ডায়ামিটার। নিচের ছবিটা দেখ,
এবার চেইন। চেইন মূলত অনেকগুলো লিংক এর জোড়া। লিংকগুলো স্টেইনলেস স্টিল দিয়ে লাগানো থাকে, ফলে অনেক দৃঢ়, দীর্ঘস্থায়ী শেকল তৈরি হয় যেটা এক স্প্রোকেটের রোটারি মোশনকে আরেক স্প্রোকেটে ট্রান্সফার করে।
আর এতে করে আমরা পেয়ে যাই আমাদের পছন্দের বাইসাইকেল বা রিক্সা।
ধন্যবাদ
Post a Comment