দিন দিন এগিয়ে চলেছে বিশ্ব। মানুষের প্রয়োজনে আবিষ্কার হচ্ছে নতুন নতুন জিনিস। তাহলে পিছিয়ে থাকবে কেন আমাদের ছাতা! তাই এবার চীনের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ‘Air Umbrella’ বা ‘হাওয়া ছাতা’। এখন আর ছাতা উল্টে যাওয়ারও ভয় নেই, ছিঁড়ে যাওয়াও নেই কোনো সম্ভবনা।
 |
বাতাসের তৈরি ছাতা! ‘Air Umbrella’ বা ‘হাওয়া ছাতা’! |
নতুন তৈরি এ ছাতাটি (Air Umbrella) দেখতে একটি লাঠির মতো। আর সেটিকেই ধরে রাখতে হবে ছাতার মতো করে। সেই লাঠিই আপনাকে বাঁচাবে বৃষ্টির হাত থেকে! কী, আশ্চর্য হলেন? এর নামই হচ্ছে Air Umbrella! বাতাসের তৈরি ছাতা! ‘Air Umbrella’ বা ‘হাওয়া ছাতা’!
এর অবশ্য ব্যাখ্যাও আছে। গবেষকরা জানিয়েছেন, লাঠির মতো দেখতে অংশের উপরিভাগে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখান থেকে প্রবল বেগে বাতাস বের হবে। এই জন্যেই এর নাম দেওয়া হয়েছে Air Umbrella। এতে বৃষ্টির পানি তা ছেদ করতে না পেরে পাশে ছিকটে পড়বে। ফলে Air Umbrella আপনাকে বৃষ্টিতেও দিবে সস্তি!
তবে Air Umbrella নিয়ে এখনো চলছে গবেষণা। আগামী বছরের শেষের দিকে Air Umbrella পাওয়া যেতে বাজারে। যার দাম পড়বে দাম পড়বে প্রায় সাত হাজার টাকা। Air Umbrella বর্তমান প্রযুক্তির অন্যতম অদ্ভুত সৃষ্টি!
Post a Comment