অদ্ভুতুড়ে 2:55 AM

ফটোগ্রাফি সৃষ্টিশীল এক শিল্পকর্ম। এই শিল্পকর্ম আজ সারা বিশ্বব্যাপি ছড়িয়ে গেছে। দিন দিন ফটোগ্রাফারের সংখ্যা বৃদ্বি পাচ্ছে সারবিশ্বে। উন্নত বিশ্ব বা আমাদের পাশের দেশ ভারতের ফটোগ্রাফি শিল্পের বিস্তারের ছোয়া আমাদের দেশেও লেগেছে বেশ কয়েক বছর ধরে। ফটোগ্রাফি- এই মুহুর্তে দেশের অন্যতম সেরা ক্রেজ। ফটোগ্রাফির দিকে ঝুকছে তরুন প্রজন্ম । সহজলভ্য ক্যামেরা এবং সৃজনশীলতা বাংলাদেশের ফটোগ্রাফিকে দিয়েছে এক অন্যরকম রুপ। একটা সময় ছিল যখন এনালগ ক্যামেরা দিয়ে এদেশের মানুষ ছবি তুলত খুব বেশি রকম স্পেশাল প্রোগ্রাম হলে আর বিদেশী ফটোগ্রাফারদের তোলা ছবি দেখেই দিন কাটিয়ে দিতে হতো কিন্তু এখন দেশীয় ফটোগ্রাফারের ছবিতে টইটুম্বুর থাকে সামাজিক নেটওয়ার্ক। কিন্তু মান সম্মত ছবি কয়জনই বা সেয়ার করছেন । প্রফেসনাল ফটোগ্রাফি তে লাইট মিটারিং অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ।

 

যখন আমরা কোন ছবি তুলবো আমাদের প্রথমেই হিসাব করে নিতে হয় আমরা যে দৃশ্যের ছবি তুলছি সেটার উজ্জ্বলতা কতখানি। এই উজ্জ্বলতা নির্ণয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকেই লাইট মিটারিং বলে। লাইট মিটারিং ব্যবহার করে সাবজেক্টের আলো মেপে নিয়ে আমরা একটা দৃশ্যকে প্রোপার এক্সপোজড বা আন্ডার এক্সপোজড অথবা ওভার এক্সপোজড করে ক্যাপচার করার জন্য অ্যাপারচার, শাটার স্পিড ও আইএসও সেট করি। মিটারিং এর জন্য ক্যামেরায় তিনটা মোড থাকে। এই তিনটা মোড হচ্ছেঃ

১) ম্যাট্রিক্স মিটারিং

২) সেন্টার ওয়েটেড মিটারিং

৩) স্পট মিটারিং

১) ম্যাট্রিক্স মিটারিং :  এই মিটারিং মোডে ক্যামেরা ফ্রেমের পুরো অংশকে সমান সংখ্যক কিছু ব্লকে ভাগ করে নেয়। এরপর প্রত্যেকটা ব্লক থেকে উজ্জ্বলতার ভ্যালু নিয়ে গড় করে ক্যামেরার এক্সপোজার ভ্যালু সেট করে দেয়। যখন ছবির সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের উজ্জ্বলতার তেমন পার্থক্য না থাকে অর্থাৎ ছবিতে আলো মোটামুটি সুষমভাবে থাকে সেক্ষেত্রে এই মিটারিং মোড ভাল রেসাল্ট দেয়।

২) সেন্টার ওয়েটেড মিটারিং:  এই মোডে ক্যামেরা ফ্রেমের একেবারে মাঝের অংশের আলোর পরিমানের ভিত্তিতে পুরো ফ্রেমের এক্সপোজার ভ্যালু সেট করে। ফ্রেমের অন্যান্য জায়গা মানে ডানে-বামে-উপরে-নিচে কি আছে সেটা বিবেচনায় নেয় না। পোট্রেইট তোলার জন্য এই মোড ভালো। কেননা পোট্রেইট ফটোগ্রাফির সময় ব্যাকগ্রাউন্ড অনেকক্ষেত্রেই সাবজেক্টের তুলনায় উজ্জ্বল হয়ে থাকে। সেক্ষেত্রে ম্যাট্রিক্স মিটারিং ব্যবহার করলে সাবজেক্ট ডার্ক হয়ে যেতে পারে।

৩) স্পট মিটারিং: ভিউফাইন্ডার দিয়ে তাকালে ফ্রেমে কিছু বিন্দু অর্থাৎ ফোকাস পয়েন্ট দেখা যায়। এই মোডে যেকোন একটি ফোকাস পয়েন্টের উজ্জ্বলতার ভিত্তিতে ক্যামেরা এক্সপোজার ভ্যালু সেট করে। সেন্টার ওয়েটেড মিটারিং এর সাথে পার্থক্য বলা যায় যে, এই মোড সেন্টার ওয়েটেড এর থেকে আরো ক্ষুদ্র জায়গা থেকে মিটারিং করে।
লাইট মিটারিং

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.