অদ্ভুতুড়ে 4:53 AM

আজকে আমি আপনাদের দেয়ার চেস্টা করব কিছু আশ্চর্য রকম তথ্য দেয়ার! সেটা হল আপনার সম্পর্কে কিছু আশ্চর্য সত্য যা হয়তো আপনি জানেন না! 

 • যদি আপনি স্বাভাবিক হন তাহলে আপনার ব্রেইন ৫ গুন বেশি তথ্য ধারন করতে পারে "Encyclopedia Britannica" থেকে।

•  আপনার শরীরে কয়টা তিল? বেশি তিল হলে আপনি বেশি দিন বাঁচবেন।

• আপনার ব্রেইন দিনের তুলনায় রাতে কাজ করে বেশি।

• আপনার ব্রেইনের ৮০ শতাংশ পানি।

• গড়ে প্রতিদিন আপনার মাথা থেকে চুল পরে যায় ৬০-১০০টি।

• আপনার হাতের মধ্যের আঙ্গুলের নখ অন্যগুলোর তুলনায় দ্রুত বড় হয়ে যায়।

• ছেলেদের তুলনায় মেয়দের Heart Beat বেশি।

• মেয়রা পুরুষের চাইতে দুইগুন বেশি চোখের পাতা ঝাঁপটায়।

• আপনি যদি কোন কিছু বেশি খেয়ে ফেলেন তাহলে কানে কম শুনবেন।

• আপনার নাক ৫০,০০০ ভিন্ন ভিন্ন গন্ধ চিনতে পারে।

• সোমবারে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি , স্কটল্যান্ডের একটি গবেষণা থেকে জানা গেছে।

• শিরচ্ছেদ করার পরও মানুষের ব্রেইন ১৫-২০ সেকেন্ড পর্যন্ত সজাগ থাকে।

• জন্মের সময় আপনার হাড় ছিল ৩০০ টা বড় হওয়ার পর হয়ে গেছে ২০৬ টা।

• আপনি সন্ধ্যার তুলনায় সকালে ১ সেঃ মিঃ বেশি লম্বা।

• আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে আপনার জিহ্বা।

• এক পা সামনে এগুতে হলে আপনার শরীরের ২০০ মাংস পেশি ব্যাবহার করতে হবে।

• আপনি যদি ঠাণ্ডা রুমে ঘুমান তাহলে খারাপ সপ্ন দেখার সম্ভাবনা বেশি।

• আপনার নিজের শরীরে নিজে কাতুকুতু দিতে পারবেন না।

• মানুষের রক্তের তুলনায় প্রিন্টারের কালির দাম বেশি।

• আপনার পায়ের কাছে সাপ থাকলে আপনি দৌড়াতে পারবেন না শুধু লাফাবেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.