অদ্ভুতুড়ে 4:47 AM

টিভির চেয়ে জনপ্রিয় ভিডিও দেখার ওয়েবসাইট এখন ইউটিউব (youtube)। google এর মালিকানাধীন ভিডিও দেখার এই  জনপ্রিয় সাইটটি বর্তমানে পুরো বিশ্বের প্রতিটি মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি সাইট। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ইন্টারনেট ব্যবহারকারীরা টেলিভিশনের অনুষ্ঠানের চেয়ে ইউটিউব দেখতে বেশি পছন্দ করে।


এখন টেলিভিশনের চাইতে অধিক জনপ্রিয় ইউটিউব(youtube) !!!
এখন টেলিভিশনের চাইতে অধিক জনপ্রিয় ইউটিউব(youtube) !!!



এর কারণ হিসেবে বলা হচ্ছে যে, সরাসরি টিভিতে নিজের পছন্দসই অনুষ্ঠান দেখার সুযোগ কম। তার চেয়ে ইউটিউবে রয়েছে অনেক বেশি ভিডিও এবং গ্রাহকেরাও খুব সহজেই প্রয়োজনীয় ভিডিও গুলো দেখতে পারে। তাছাড়া ইউটিউবে কাঙ্ক্ষিত ভিডিও পেতে ব্যবহারকারীদের বেশি বেগ পেতেও হয় না। এবং কোন প্রকারের অ্যাড বা বিজ্ঞাপন এর ঝামেলা পোহাতে হয়না।
এখন টেলিভিশনের চাইতে অধিক জনপ্রিয় ইউটিউব(youtube) !!!
এখন টেলিভিশনের চাইতে অধিক জনপ্রিয় ইউটিউব(youtube) !!!



নিউইয়র্কের বিজ্ঞাপনী সংস্থা অ্যাড্রয়েট ডিজিটাল সম্প্রতি প্রায় দুই হাজার মানুষের ওপর এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করেছে। এই ব্যবহারকারীদের প্রত্যেকেরই টেলিভিশন ও একটি স্মার্টফোন বা নিজের কম্পিউটার আছে। জরিপের ফলাফল অনুযায়ী দুই হাজার ব্যবহারকারীর মধ্যে ৬৮ শতাংশ ইউটিউব থেকে তাঁদের প্রয়োজনীয় ভিডিও দেখেন। আর মাত্র ১৬ দশমিক ৩২ শতাংশ সরাসরি টিভি থেকে ও ১৫ দশমিক ৬৮ শতাংশ নেটফিক্স থেকে ভিডিও দেখেন।
২০০৫ সালে যাত্রা শুরু হওয়া youtube কে পরের বছর কিনে নেয় google। প্রতিমাসে ইউটিউবের ব্যবহারকারী ৮০ কোটি। এ ছাড়া সাইটটিতে প্রতি মিনিটে ১০০ ঘণ্টা ভিডিও আপলোড হয়।
google এবং facebook এর পর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের তালিকায় রয়েছে ইউটিউবের নাম। আর এসব সাফল্যই সরাসরি দেখা টিভির চেয়ে এগিয়ে রেখেছে ইউটিউবকে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.