অদ্ভুতুড়ে 4:21 AM

বেশি সময় ইন্টারনেট ব্রাউজিং করলে বা বেশি ই-মেইল করলে বাড়তে পারে স্মৃতিশক্তি। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা!



মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ থেকে ৮৯ বছর বয়সী ৬ হাজার ৪৪২ জন মানুষের ওপর গত ৮ বছর ধরে গবেষনা চালিয়ে অাসছেন গবেষক অ্যান্দ্রে জুনকুয়েরা জেভিয়ারের দল। তাদের গবেষনায় উঠে এসেছে, অধিক সম্পত্তি, শিক্ষা ও ডিজিটাল লিটেরেসি বাড়ায় মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি। ডিজিটাল লিটেরেসির ফলে বাড়ে মস্তিষ্কের কগনিটিভ নেটওয়ার্ক। অর্থাত্‍ তা বাড়িয়ে তোলে স্মৃতিশক্তি। ফলে নতুন প্রজন্মে কমতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দ্য জার্নালস অফ জেরোনটোলজি, সিরিজ এ: মেডিক্যাল সায়ন্সেসে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.