Facebook এ এবার পাওয়া যাবে বিভিন্ন ধরনের খবর, facebook ব্যবহারকারীরা ফেসবুকের নিউজফিডে এ সুবিধা পাবেন। ইতিমধ্যে facebook বিশেষ এ বৈশিষ্ট্য পরীক্ষামূলকভাবে চালু করেছে।
অনেক বিদ্রূপাত্মক এবং মজার তথ্যের ভিড়েFacebook নিউজফিডে সত্যিকারের সংবাদ পেতে যাতে ব্যবহারকারীদের সমস্যায় পড়তে না হয়, সেজন্যই এ চালু করা হচ্ছে। একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘আমরা এমন একটি সুবিধা চালু করতে যাচ্ছি, যা প্রতিটি সংবাদের আগেই দেখাবে সেটি সত্যিকারের সংবাদ, নাকি মজার কোনো সংবাদ। এর ফলে ব্যবহারকারী সহজে বুঝতে পারবেন তিনি কোন সংবাদ পড়তে চান। এ সুবিধাটি চালু করা হচ্ছে ব্যবহারকারীদের আগ্রহের ভিত্তিতেই। অনেকেই চান নিজের নিউজফিডে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে।
তবে এখনো ঠিক কতগুলো সংবাদমাধ্যম এ তালিকায় যুক্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দ্য ওনিয়ন এবং যুক্তরাজ্যের ডেইল ম্যাশের মতো ওয়েবসাইটগুলোকে এ তালিকায় যুক্ত করা হয়েছে। এসব সাইটে সাধারণত গুরুত্বপূর্ণ সংবাদ বাদ দিয়ে মজার এবং বিদ্রূপাত্মক সংবাদ পরিবেশন করা হয়।
অনেক সময়ই দেখা যায় Facebook-এর নিউজফিডে আক্রমণাত্মক বিদ্রূপ সংবাদ দেখে অনেকেই উত্তেজিত হয়ে পড়েন। পুরো সংবাদ পড়ার আগেই সংবাদ শিরোনাম এবং ছবি দেখে বড় আকারের প্রতিবাদও শুরু করে দেন।
এ সব সমস্যা থেকে মুক্তি পেতেFacebook এ উদ্যোগ নিয়েছে। এর ফলে সংবাদের লিংক পড়ার আগে নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাধ্যমেই ব্যবহারকারী জানতে পারবেন কোন সংবাদ সঠিক আর কোনটি বিদ্রূপাত্মক।
ক্রমাগত ব্যবহারকারীদের উপযোগী করে নিউজফিড তৈরি করতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে শীর্ষ এ সামাজিক যোগাযোগের সাইটটি। এ ছাড়া বর্তমানে ব্যবহারকারীরা কেমন নিউজফিড চান সে বিষয়ে চাইলে নিজের পছন্দের কথাও জানাতে পারেন।
Post a Comment