অদ্ভুতুড়ে 4:08 AM

ফেসবুক ফটো ভেরিফিকেশন  কি যে ঝামেলার সেটা তারাই যানে যারা এই ঝামেলায় পড়ছেন । আপনার ফেসবুক ফ্রেন্ডরা যে ফটো ট্যাগ করে সেই ফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে।এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে। আমরা চাই না এই ঝামেলাই পড়তে। 



পদ্ধতি-

১.প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান।
২.তারপর Security অপশনে প্রবেশ করুন। 
৩.সেখান থেকে Trusted Contacts এ যান। 
৪.তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন।


সেখানে আপনী আপনার তিন জন খুব কাছের এবং  পরিচিত ফ্রেন্ডদের নাম লিখুন এবং Select করুন । 


তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে ভেরিফিকেশন করতে হবে।


তারপর Confirm এ ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনি নিশ্চিত।ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুব সহজে সমাধান করতে পারবেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.