প্লাস্টিক ব্যাগের পুনঃব্যবহারের লক্ষ্যে সম্প্রতি ভারতের গবেষকরা আপেক্ষিকভাবে কম তাপমাত্রার একটি পদ্ধতি তৈরি করেছেন যা প্লাস্টিক বর্জ্যকে তরল জ্বালানীতে রুপান্তর করতে পারে ।
প্লাস্টিকের নানা রকম ব্যবহার এবং প্রত্যহ প্লাস্টিক বর্জ্যের নিঃসরণের কারণে প্রায় সকলেই বর্তমান যুগ কে "প্লাস্টিক যুগ" বলে থাকেন । এসব বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কন্টেইনার, মেডিকেল ও ল্যাবরেটরির সরঞ্জাম এবং প্লাস্টিক ব্যাগ তৈরিতে ব্যবহৃত পলিমার ও কম ঘনত্বের পলিইথিলিন (LDPE) ।
রিসাইক্লিং বিশ্বের বিভিন্ন স্থানে করা হয়, কিন্তু বেশিরভাগ পলিইথিলিনই ভূমিতে নিঃশেষিত করা হয় কিংবা সমুদ্রে ফেলে দেওয়া হয় । এই সমস্যা থেকে মুক্তির লক্ষে এই রিসাইক্লিং বিশেষ ভুমিকা রাখবে বলে বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন ।
প্রায় সব প্লাস্টিকই পেট্রোকেমিক্যাল দিয়ে গঠিত হওয়ায় রিসাইক্লিং-এর ফলে এর জীবনচক্রে দ্বিতীয়বার ব্যবহৃত হয় তেলের পরিবর্তে । পরীক্ষণের সময় গবেষক দলটি প্লাস্টিক বর্জ্যকে ৪০০ থেকে ৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাওলিন ক্যাটালিস্টের উপর দিয়ে পোড়ায় । এর ফলে প্লাস্টিকের দীর্ঘ শিকল পলিমার ভেঙ্গে যায় (এই প্রক্রিয়াটি থার্মো-ক্যাটালিটিক ডিগ্রেডেশন নামে পরিচিত) । পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে ক্ষুদ্র কার্বন অণু বের হয়। তারা এই অণুগুলোকে চিহ্নিত করার জন্যে গ্যাস ক্রমাটোগ্রাফির বিশ্লেষণী কৌশল ব্যবহার করেন এবং ফলস্বরুপ প্রত্যাশিত তরল জ্বালানির উপাদান পেয়ে যান, যা মূলত ১০ থেকে ১৬ কার্বন বিশিষ্ট প্যারাফিন ও অলেফিন । যা রাসায়নিকভাবে প্রচলিত পেট্রোকেমিক্যাল জ্বালানির সাথে মিলে যায় ।

Post a Comment