বেশী নয় কথার উপর মাত্র ১% র্চাজ
আগামীকাল সোমবার থেকে ‘উন্নয়ন সারচার্জ’নামে মোবাইল অপারেটরদের আয়ের ওপর নতুন করে কর বসানো হচ্ছে। নির্ধারিত করের পাশাপাশি সেবার বিনিময়ে প্রাপ্ত মূল্যের ওপর ১ শতাংশ হারে সারচার্জ দিতে হবে অপারেটরদের। কাগজে-কলমে সারচার্জ অপারেটরদের কাছ থেকে সংগ্রহের কথা বলা হলেও বাস্তবে অতিরিক্ত এ করের বোঝা বহন করতে হবে মোবাইল ফোনের গ্রাহকদেরই। ফলে ১ সেপ্টেম্বর থেকে কলরেট না বাড়লেও কথোপকথনের ব্যয় বাড়বে মোবাইল ফোন ব্যবহারকারীদের। এই সারচার্জ বাবদ বছরে প্রায় ২৫০ কোটি টাকা আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সারচার্জের নাম প্রথমে ‘শিক্ষা উন্নয়ন সারচার্জ’রাখা হলেও পরবর্তী সময়ে তা ‘উন্নয়ন সারচার্জ’ করা হয়।

Post a Comment