বর্তমানে সেলফি তোলা যেন একটি বিশেষ নিয়মে পরিণত হয়েছে। আর সেলফি তুলতে যারা পছন্দ করেন, তাদের জন্য সনি নিয়ে আসতে যাচ্ছে সেলফি ক্যামেরা।
তবে শুধু 'সেলফি ক্যামেরা' বিশেষণের মধ্যেই আবদ্ধ থাকতে চাইছেনা সনি। আর তাই এর ডিজাইনেও থাকবে বৈচিত্র্য। জানা গেছে, এই ক্যামেরার ডিজাইন দেখতে হবে পারফিউম বোতলের মত। এমনটাই জানিয়েছে এনগ্যাজেট। আকর্ষণীয় ডিজাইনের এ ক্যামেরার লেন্স প্রয়োজন অনুসারে যেকোনো দিকে ঘোরানো যাবে।
সেখানে উল্লেখ করা হয়, সনি চীনের কথা মাথায় রেখে বিশেষভাবে এই ডিভাইসটি তৈরি করতে যাচ্ছে। কারন সেলফি তোলা সেখানে একটি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এ সুযোগটাই কাজে লাগাতে চাইছে সনি।



Post a Comment