অদ্ভুতুড়ে 3:36 AM

মোবাইল এখন রিমোট কন্ট্রোলারের এর কাজ করবে! মোবাইল দিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে টেলিভিশন বা কম্পিউটার চালানো যাবে । বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন গুগল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এমনই একটি অ্যাপলিকেশন তৈরি করেছে। অ্যান্ডরয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে থেকেই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ৷


মোবাইল এখন রিমোট কন্ট্রোলারের এর কাজ করবে! মোবাইল দিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে টেলিভিশন বা কম্পিউটার চালানো যাবে। বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন গুগল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য এমনই একটি অ্যাপলিকেশন তৈরি করেছে।অ্যান্ডরয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে থেকেই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ৷


ক্রোম ওয়েব ব্রাউজার অন্য রিমোট কন্ট্রোল ডেস্কটপের থেকে একেবারেই আলাদা৷ অন্য অ্যাপ্লিকেশন চালানোর জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়৷ এই অ্যাপের মাধ্যমে ম্যাক,
বিজনেস, ক্রোম আইএএস ও লিনক্স কম্পুইটারকে মোবাইলের সাহায্যে কন্ট্রোল করা যাবে৷

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.