অদ্ভুতুড়ে 2:12 AM
ইউএসবি কি কম্পিউটারের জন্য ক্ষতিকরা আসুন জেনে নেই, অন্যান্য, খবর।

ইউএসবি ড্রাইভার নিয়ে নতুন করে ছড়াচ্ছে আতংক আসুন একটু পড়ে নেই।

কম্পিউটারের সঙ্গে ইউএসবি যন্ত্র , বিশেষ করে পেনড্রাইভ সংযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। একটি ইউএসবি যন্ত্র ডিভাইস ব্যবহারকারীর কীভাবে অজান্তে কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে দেয় তা জার্মানির বারলিনভিত্তিক দুইজন গবেষক কার্সনটেন নোল ও জ্যাকব লেল তা পরীক্ষা করে দেখেছেন, তারা আরও বলেছেন যে, এই আক্রমণ ঠেকানোর বাস্তব কোন পথ নেই। কম্পিউটারের ভাইরাস দূর করা খুবই কঠিন যদিও ইউএসবি যন্ত্রটি খালি থাকে তা সত্ত্বেও সেখানে ভাইরাস থাকা সম্ভব এমন কি ফরম্যাট করা সত্ত্বেও।

উল্লেখ্য যে, ইরানের পরমানু সেন্ত্রিফিউজগুলোতে পেন্ড্রাইভ হতে স্টাক্সনেট নামক ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছিল বলে অনেকের ধারণা। সাধারণত আকারে ছোট সহজেই সংযুক্ত করা যায় বলে এটি ইউজারদের মাঝে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ইউএসবির যন্ত্রের নিরাপত্তা নিয়ে এই প্রশ্নটি কম্পিউটার ব্যবহারকারীদের মাঝে নতুন আতঙ্কের সৃষ্টি করেছে।

ইউনিভার্সাল সিরিয়াল বাস-ইউএসবি কেন এতো জনপ্রিয়
  • সর্বজনীন মানে কম্পিউটারের সাথে যুক্ত হতে পারে।
  • আকারে ছোট। ও
  • অনেক রকম যন্ত্র সহজেই কম্পিউটারে যুক্ত ও ইন্সটল করা যায়।


কম্পিউটার ব্যবহারকারীদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে জানিয়েছেন যুক্তরাজ্যের কম্পিউটারের নিরাপত্তা বিষয়ের পরামর্শদানকারী প্রতিষ্ঠান ফার্স্ট বেস টেকনোলোজির একজন নিরাপত্তা বিশেষজ্ঞ মাইক ম্যাকলাফলিন। সে এমনকি প্রয়োজনে ইউসবি যন্ত্রের বা ড্রাইভের ব্যবহার বাদ দিতেও পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে অবশ্য ইউএসবি ড্রাইভ নির্মাতারা বা এর তৈরির সঙ্গে জড়িতরা কোন প্রকার মন্তব্য এখন করেনি।

আশা করি পোস্টটি পড়ে উপকৃত হবেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.